রবিবার, ১৯ মে ২০২৪, ৫ জ্যৈষ্ঠ ১৪৩১
ঢাকা সময়: ১৩:২৩

পিসিবির কেন্দ্রীয় চুক্তি থেকে বাদ হারিস রউফ

পিসিবির কেন্দ্রীয় চুক্তি থেকে বাদ হারিস রউফ

উত্তরণবার্তা ডেস্ক :  জাতীয় দলের হয়ে টেস্ট না খেলে, ওই সময় অস্ট্রেলিয়ার ফ্র্যাঞ্চাইজি টুর্নামেন্ট বিগ ব্যাশে খেলার অনাপত্তি (এনওসি) চেয়েছিলেন পাকিস্তানের তারকা পেসার হারিস রউফ। এ নিয়ে পাকিস্তান ক্রিকেট বোর্ডের (পিসিবি) সঙ্গে বিবাদেও জড়ান তিনি। এবার তার–ই ফল পেলেন হারিস, পিসিবির কেন্দ্রীয় চুক্তি থেকে বাদ পড়েছেন এই পেসার।

বৃহস্পতিবার পিসিবির বরাতে এই তথ্য জানিয়েছে দেশটির বেশ কয়েকটি সংবাদমাধ্যম। যেখানে পাকিস্তান ক্রিকেট গভর্নিং বডির সভায় এই সিদ্ধান্ত হয়েছে বলে জানা যায়। জাতীয় দলের হয়ে হারিস রউফের টেস্ট খেলতে না চাওয়ার বিষয়টি নিয়ে পিসিবি গঠিত একটি কমিটি তদন্ত করেছে।
জিও নিউজ বলছে, গভর্নিং বডির বিবৃতিতে বলা হয়েছে— অস্ট্রেলিয়ার বিপক্ষে ২০২৩-২৪ টেস্ট সিরিজের স্কোয়াডে থাকতে না চাওয়ার বিষয়টি প্রমাণিত হওয়ায় পিসিবি পেসার হারিসকে শাস্তি দিয়েছে। ২০২৩ সালের ১ ডিসেম্বর থেকে পিসিবির কেন্দ্রীয় চুক্তি বাতিল হয়েছে তার। একইসঙ্গে আগামী ৩০ জুন পর্যন্ত তাকে বিদেশের ফ্র্যাঞ্চাইজি টুর্নামেন্টে অংশগ্রহণের এনওসি–ও দেওয়া হবে না।

উত্তরণবার্তা/ডেল

  মন্তব্য করুন
     FACEBOOK