মঙ্গলবার, ০৭ মে ২০২৪, ২৩ বৈশাখ ১৪৩১
ঢাকা সময়: ০২:০০

নাটোরে বিজ্ঞান মেলা শুরু

নাটোরে বিজ্ঞান মেলা শুরু

উত্তরণবার্তা প্রতিবেদক : বিজ্ঞান ও প্রযুুক্তি শিক্ষার প্রসার ঘটিয়ে বুদ্ধি দীপ্ত জাতি গঠনের লক্ষ্যে নাটোরে তিন দিনব্যাপী বিজ্ঞান মেলা শুরু হয়েছে। আজ সোমবার বেলা ১১টায় উপজেলা পরিষদ প্রাঙ্গনে মেলার উদ্বোধন করেন নাটোর সদর উপজেলা নির্বাহী অফিসার সারমিনা সাত্তার।
 
উদ্বোধনী অনুষ্ঠানে বক্তারা বলেন, বিজ্ঞান ও প্রযুক্তি শিক্ষার প্রসার ঘটাতে সরকার বিভিন্ন পদক্ষেপ গ্রহণ করেছে। শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে আধুনিক অবকাঠামো সুবিধা, সর্বাধুনিক বিজ্ঞান এবং প্রযুক্তি ল্যাবের সংযোজন, গবেষণা কার্যক্রম জোরদার করা হয়েছে। মেলায় নাটোর সদর উপজেলার ১৩টি শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা তাদের উদ্ভাবিত বিজ্ঞান প্রকল্প প্রদর্শন করছে। এছাড়া মেলায় বিজ্ঞান অলিম্পিয়াড ও কুইজ প্রতিযোগিতার আয়োজন করা হয়েছে।
উত্তরণবার্তা/এসএ

  মন্তব্য করুন
     FACEBOOK