শনিবার, ১৮ মে ২০২৪, ৪ জ্যৈষ্ঠ ১৪৩১
ঢাকা সময়: ২১:১৩

শিগগিরই চালের দাম সহনীয় হবে : খাদ্যমন্ত্রী

শিগগিরই চালের দাম সহনীয় হবে  : খাদ্যমন্ত্রী

উত্তরণবার্তা প্রতিবেদক : শিগগিরই চালের দাম সহনীয় হবে বলে আশা প্রকাশ করেছেন খাদ্যমন্ত্রী সাধন চন্দ্র মজুমদার। তিনি বলেন, এরই মধ্যে চালের দাম কমতে শুরু করেছে। আজ বৃহস্পতিবার মন্ত্রণালয়ে সাংবাদিকদের এসব কথা বলেন খাদ্যমন্ত্রী।

খাদ্যমন্ত্রী বলেন, ‘নির্বাচনের সময় থেকে মন্ত্রিসভা গঠন পর্যন্ত সময়ের সুযোগ নিয়েছে ব্যবসায়ীরা। চালের দাম ইতোমধ্যে কমতে শুরু করেছে। শিগগিরই চালের দাম সহনীয় পর্যায়ে চলে আসবে।’

হঠাৎ করে চালের দাম বেড়ে যাওয়া কোনোভাবে গ্রহণযোগ্য নয় বলে জানান মন্ত্রী। বলেন, ২/১ দিনের মধ্যে করপোরেট ব্যবসায়ীদের ডাকব। কৃষি, বাণিজ্য এবং খাদ্য মন্ত্রণালয় সমন্বিতভাবে কাজ করবে। চালের বাজার স্বাভাবিক রাখতে অভিযান অব্যাহত থাকবে।

শীতে ধানের বীজতলা মরে যাচ্ছে সে বিষয়ে সতর্ক আছি বলেও জানান মন্ত্রী।এর আগে গতকাল বুধবার বিকেলে নিজ মন্ত্রণালয়ে ধান-চালের বাজার ঊর্ধ্বগতি নিয়ে মালিকদের সঙ্গে বৈঠক করেন মন্ত্রী।

মন্ত্রী ব্যবসায়ীদের হুঁশিয়ার করে বলেন, ‘হঠাৎ করে চালের দাম বেড়ে যাবে এটা হতে পারে না। আপনারা যেমন লাফিয়ে চালের দাম বাড়িয়েছেন তেমনি লাফিয়ে দাম কমাবেন। আমাদের প্রতিশ্রুতি করে যান।’

লাইসেন্স না নিয়ে যারা চাল মজুত করছেন তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হচ্ছে বলেও জানান মন্ত্রী। বলেন, ‘মিলে কতটুকু চাল মজুত রাখতে পারবেন সেটাও তদারকি করা হচ্ছে। এই মুহূর্তে প্রচুর চাল মজুদ আছে। দাম কেন বাড়ছে।’
উত্তরণবার্তা/এআর  


 

  মন্তব্য করুন
     FACEBOOK
আরও সংবাদ