শুক্রবার, ১৭ মে ২০২৪, ২ জ্যৈষ্ঠ ১৪৩১
ঢাকা সময়: ০২:৫২

রোমা থেকে বরখাস্ত মরিনহো

রোমা থেকে বরখাস্ত মরিনহো

উত্তরণবার্তা ডেস্ক : রোমাতে শেষটা সুখকর হলো না জোসে মরিনহোর। চুক্তির মেয়াদ শেষ হওয়ার আগেই এই পর্তুগিজ কোচকে ছাঁটাই করেছে ইতালিয়ান ক্লাবটি। এ ছাড়া তাঁর পুরো কোচিং স্টাফকেই বরখাস্ত করেছে ক্লাব কর্তৃপক্ষ। এক বিবৃতিতে বিষয়টি নিশ্চিত করেছে এএস রোমা।
 
বিবৃতিতে মরিনহোকে ধন্যবাদ জানিয়েছে রোমা, 'ক্লাবে আসার পর থেকে তাঁর আগ্রহ এবং প্রচেষ্টার জন্য আমরা এএস রোমার সবার পক্ষ থেকে জোসেকে ধন্যবাদ জানাতে চাই। আমরা জোসে এবং তার সহকারীদের ভবিষ্যতের জন্য শুভ কামনা জানাই।'
 
২০২১ সালের মে মাসে রোমার দায়িত্ব নিয়েছিলেন মরিনহো। তাঁর অধীনেই ২০২২ সালে কনফারেন্স লিগ জিতেছিল রোমা। এরপর খেলেছিল ইউরোপা লিগে।  তবে এ মৌসুমে মাঠের পারফরম্যান্সে ধুঁকছে দলটি। লিগে ২০ ম্যাচে ৮ জয়, পাঁচ ড্র ও সাত হারে ২৯ পয়েন্ট নিয়ে আছে টেবিলের নবম স্থানে। সর্বশেষ তিন ম্যাচেই জয় পায়নি দলটি।
 
গত রবিবার এসি মিলানের কাছে হেরেছে ৩-১ ব্যবধানে। নতুন কোচ কে হতে যাচ্ছেন সেটা অবশ্য জানায়নি রোমা। তবে ইতালিয়ান গণমাধ্যমের খবর, ইতালির হয়ে ২০০৬ বিশ্বকাপজয়ী ড্যানিয়েলে ডি রসি সম্ভাব্য কোচের তালিকায় আছেন। এএফপি
উত্তরণবার্তা/এসএ

  মন্তব্য করুন
     FACEBOOK