সোমবার, ২৯ এপ্রিল ২০২৪, ১৬ বৈশাখ ১৪৩১
ঢাকা সময়: ১০:৩০

রাজধানীর ভোটকেন্দ্রে ব্যালট পেপার পৌঁছানো শুরু

রাজধানীর ভোটকেন্দ্রে ব্যালট পেপার পৌঁছানো শুরু

উত্তরণবার্তা প্রতিবেদক : সারা দেশে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের ভোটগ্রহণ হবে আজ। সকাল ৮টায় ভোটগ্রহণ শুরু হয়ে চলবে বিকেল ৪টা পর্যন্ত। এবারের নির্বাচনে মোট ৪২ হাজার ২৪টি কেন্দ্র রয়েছে। ভোট কক্ষ দুই লাখ ৬০ হাজার ৮৫৮টি। এর মধ্যে দুর্গম প্রায় তিন হাজার কেন্দ্রে শনিবার ব্যালট পেপার পাঠানো হয়েছে। বাকি ৩৯ হাজার ভোটকেন্দ্র ভোটের দিন অর্থাৎ আজ সকালে ব্যালট পেপার পাঠানোর কথা রয়েছে।

রাজধানীর ১৫টি আসনের ব্যালট পেপার দুটি স্থান থেকে ভোর ৫টায় কেন্দ্রে কেন্দ্রে পৌঁছানোর কাজ শুরু হয়। আইনশৃঙ্খলা বাহিনীর কড়া নিরাপত্তার মধ্য দিয়ে এসব ব্যালট পেপার নিয়ে যাচ্ছেন প্রিজাইডিং কর্মকর্তারা।

উইলস লিটল ফ্লাওয়ার স্কুল অ্যান্ড কলেজ থেকে প্রধান রিটার্নিং কর্মকতা মোহাম্মদ সাবিরুল ইসলাম ১১০টি কেন্দ্রের ব্যালট পেপার প্রিজাইডিং অফিসারদের কাছে বুঝিয়ে দেন। সব কেন্দ্রে সকাল ৮টার মধ্যে পৌঁছে যাবে বলে জানান তিনি।

মোহাম্মদ সাবিরুল ইসলাম বলেন, ‘এখন পর্যন্ত কোনো অপ্রীতিকর কোনো ঘটনার খবর পাওয়া যায়নি। আশা করি সুষ্ঠু নির্বাচন অনুষ্ঠিত হবে।‘

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে ক্ষমতাসীন আওয়ামী লীগসহ ২৮টি রাজনৈতিক দলের প্রার্থীরা অংশ নিয়েছেন। এসব দলের প্রার্থীর বাইরে ২২৫টির মতো আসনে স্বতন্ত্র প্রার্থী রয়েছেন। স্বতন্ত্রদের বেশিরভাগই ক্ষমতাসীন আওয়ামী লীগ সমর্থিত। তাদের মধ্যে অনেকেই রয়েছেন জেলা- উপজেলা পর্যায়ের পদধারী, রয়েছেন বর্তমান সংসদের এমপি।

দেশের অন্যতম বড় রাজনৈতিক দল বিএনপিসহ ১৬টি নিবন্ধিত দল এ নির্বাচন বয়কট করেছে।

অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচনের লক্ষ্যে নির্বাচনি ভোটের মাঠের নিয়ন্ত্রণ এখন আয়োজক সাংবিধানিক সংস্থা নির্বাচন কমিশনের হাতে। ইসির নির্দেশে নিরাপত্তার চাঁদরে ঢেকে ফেলা হয়েছে সারা দেশ। মাঠ এখন জুডিশিয়াল ও নির্বাহী ম্যাজিস্ট্রেট, সেনাবাহিনী, নৌ ও বিমানবাহিনী, বিজিবি, র‍্যাব, পুলিশ ও আনসারসহ আইনশৃঙ্খলা বাহিনী মোতায়েন রয়েছে।

জাতীয় সংসদের ৩০০টি আসনের মধ্যে রোববার ২৯৯টি আসনে নির্বাচন হচ্ছে। নওগাঁ-২ আসনের এক স্বতন্ত্র প্রার্থীর মৃত্যু হলে বিধি অনুযায়ী আসনটির ভোট স্থগিত করেছে ইসি। তা না হলে জাতীয় সংসদের ৩০০ আসনে একযোগে ভোট হওয়ার কথা ছিল।  
উত্তরণবার্তা/এআর

  মন্তব্য করুন
     FACEBOOK
আরও সংবাদ