শনিবার, ১৮ মে ২০২৪, ৪ জ্যৈষ্ঠ ১৪৩১
ঢাকা সময়: ০৯:৪৬
ব্রেকিং নিউজ

ঢাকা-৮ হবে রাজধানীর হার্ট: বাহাউদ্দিন নাছিম

ঢাকা-৮ হবে রাজধানীর হার্ট: বাহাউদ্দিন নাছিম

উত্তরণবার্তা প্রতিবেদক : আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক কৃষিবিদ আ ফ ম বাহাউদ্দিন নাছিম বলেছেন, বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনার নেতৃত্বে বাংলাদেশ ডিজিটাল থেকে স্মার্ট বাংলাদেশে পরিণত হচ্ছে। বাংলাদেশের রাজধানী হলো ঢাকা এবং ঢাকার হার্ট হচ্ছে ঢাকা-৮ আসন। এ ঢাকা-৮ আসনকে জনগণকে সাথে নিয়ে স্মার্ট বাংলাদেশের মডেল হিসেবে গড়ে তুলবো। 
 
আজ বৃহস্পতিবার সকালে ঢাকা-৮ আসনের অন্তর্গত মতিঝিলে গণসংযোগের সময় সাংবাদিকদের সাথে আলাপকালে তিনি একথা বলেন। ঢাকা-৮ আসনে নৌকার প্রার্থী নাছিম বলেন, এই আসনটি পল্টন, মতিঝিল, শাহাবাগ,  রমনা ও শাহজাহানপুর থানা নিয়ে গঠিত। এ আসনে রয়েছে বানিজ্যিক প্রাণকেন্দ্র মতিঝিল, ২৩ বঙ্গবন্ধু এভিনিউ আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যালয়, সচিবালয়, হাইকোর্ট, জাতীয় মসজিদ বায়তুল মোকাররম, কাকরাইল, নয়াপল্টন, সোহরাওয়ার্দী উদ্যান, রমনা পার্ক, ঢাকা বিশ্ববিদ্যালয়, বুয়েট, কেন্দ্রীয় শহীদ মিনার, জাতীয় জাদুঘর, ঢাকা মেডিকেল কলেজ, বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়, বারডেম, কমলাপুর রেল স্টেশনসহ অনেক গুরুত্বপূর্ণ স্থাপনা। রাজধানী ঢাকার হার্ট হচ্ছে ঢাকা-৮ আসন। এই আসনকে স্মার্ট করে শেখ হাসিনার স্মার্ট বাংলাদেশ বিনির্মানে আমরা এগিয়ে যাবো। 
 
তিনি বলেন, ঢাকা-৮ আসনের নাগরিকদের কিছু অসুবিধা রয়েছে। গ্যাস, পানিসহ নানা বিষয়ে ভোগান্তিতে রয়েছে। আমি নির্বাচিত হলে  সিটি কর্পোরেশনের মেয়রের সাথে সমন্বয় করে তাদের জন্য কাজ করব। আমি এ এলাকা পরিষ্কার, মাদকমুক্ত ও সন্ত্রাসমুক্ত করারচেষ্টা করব । কোন প্রকার দুর্নীতিকে আমরা ছাড় দিব না। আমাকে ভোট দিয়ে নির্বাচিত করলে, আমি আপনাদের সকল সমস্যা দূর করব ইনশাআল্লাহ। 
 
নাছিম বলেন, ভোট উপলক্ষে সকলের মধ্যে উৎসবের আমেজ কাজ করছে। তাই সবাইকে বলব সকল অশুভ শক্তিকে প্রতিহত করতে আপনারা ৭ জানুয়ারি ভোটকেন্দ্রে এসে আপনার মূল্যবান ভোটটি প্রদান করুন। এটি সকলের প্রতি আমার  আহŸান। 
 
নির্বাচনী প্রচারের শেষ দিন বৃহস্পতিবার সকাল ১০ টায় পশ্চিম শান্তিবাগ এলাকায় গণসংযোগ দিয়ে বাহাউদ্দিন নাছিম তার নির্বাচনী কার্যক্রম শুরু করেন। তিনি নটরডেম কলেজের প্রিন্সিপাল ড. ফাদার হেমন্ত পিউস রোজারিওর সাথে সৌজন্য সাক্ষাৎ করেন এবং নটরডেম কলেজের শিক্ষক ও ছাত্রদের সাথে কনফারেন্স রুমে মতবিনিময় করেন। 
উত্তরণবার্তা/এসএ
 

  মন্তব্য করুন
     FACEBOOK
আরও সংবাদ