বুধবার, ১৫ মে ২০২৪, ১ জ্যৈষ্ঠ ১৪৩১
ঢাকা সময়: ১৫:২৬
ব্রেকিং নিউজ

টাঙ্গাইলের মধুপুর-ধনবাড়ীতে নির্বাচনী প্রচারণায় কৃষিমন্ত্রী আব্দুর রাজ্জাক

টাঙ্গাইলের মধুপুর-ধনবাড়ীতে নির্বাচনী প্রচারণায় কৃষিমন্ত্রী আব্দুর রাজ্জাক

উত্তরণবার্তা প্রতিবেদক : মধুপুর-ধনবাড়ী আসনে নির্বাচনী প্রচারণায় ব্যস্ত সময় পার করছেন টানা চার বারের নির্বাচিত জাতীয় সংসদ সদস্য ও কৃষিমন্ত্রী ড. আব্দুর রাজ্জাক। তিনি দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে পঞ্চম বারের মতো দলীয় মনোনয়ন পেয়ে ব্যাপক প্রচার প্রচারণা চালিয়ে যাচ্ছেন।
 
উল্লেখ্য, এর আগে ড. আব্দুর রাজ্জাক খাদ্য, দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রী ছিলেন। গত জাতীয় সংসদ নির্বাচনে জয় লাভের পর তিনি কৃষি মন্ত্রনালয়ের মন্ত্রীর দায়িত্ব পান। এবার নির্বাচনী প্রচারণায় ড. রাজ্জাক মধুপুর উপজেলার পাহাড়িরা এলাকার কুড়ালিয়া, আশ্রা, ধলপুর, নেদুর বাজার, গারোবাজার, আউশনারা, বোকার বাইদ, শাইল বাইদ, কাকরাইদ, জলছত্র, বেরিবাইদ, মাগন্তিনগর, বৈরাগী বাজার, মজিদ বাজার, গোবুদিয়াসহ বিভিন্ন পথ সভায় বক্তব্য রাখেন। 
 
টাঙ্গাইলের মধুপুরের আউশনারা উচ্চ বিদ্যালয় মাঠে সোমবার রাতে  নির্বাচনী পথ সভায় আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য ও কৃষিমন্ত্রী ড. আব্দুর রাজ্জাক বলেন, দেশের উন্নয়ন এখন দৃশ্যমান। এবার সরকারের কাজ হবে কর্মসংস্থান। সরকার সারের দাম কমিয়েছে। কৃষকদের প্রনোদনা দিচ্ছে। এই উন্নয়নের ধারা অব্যাহত রাখতে আসন্ন নির্বাচনে নৌকা প্রতীকে ভোট দেয়ার আহ্বান জানান তিনি।
 
আউশনারা ইউনিয়ন আওয়ামী লীগ আয়োজিত নির্বাচনী সভায় স্থানীয় ইউপি চেয়ারম্যান গোলাম মোস্তফার সভাপতিত্বে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামী লীগ সহ-সভাপতি ইয়াকুব আলী, মেয়র ছিদ্দিক হোসেন খান, যুগ্ম সাধারণ সম্পাদক ডা. মীর ফরহাদুল আলম মনি, সাদিকুল ইসলাম সাদিক, সাংগঠনিক সম্পাদক আবুল কালাম আজাদ, হেলাল উদ্দিন, স্বাস্থ্য বিষয়ক সম্পাদক শাজাহান আলী সাজু, ভাইস চেয়ারম্যান শরীফ আহমদ নাসির, যুবলীগের আহবায়ক খন্দকার আলমগীর হোসেন শিমুল ও স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক আনিসুর রহমান আনিস। 
উত্তরণবার্তা/এসএ

  মন্তব্য করুন
     FACEBOOK
আরও সংবাদ
আরও সংবাদ