বুধবার, ১৫ মে ২০২৪, ১ জ্যৈষ্ঠ ১৪৩১
ঢাকা সময়: ১৪:০০

৭ জানুয়ারির নির্বাচন গণতন্ত্রকে শক্তিশালী করবে : সেতুমন্ত্রী

৭ জানুয়ারির নির্বাচন গণতন্ত্রকে শক্তিশালী করবে  :  সেতুমন্ত্রী

উত্তরণবার্তা প্রতিবেদক : আগামী ৭ জানুয়ারি অনুষ্ঠিত হতে যাওয়া দ্বাদশ জাতীয় নির্বাচন বাংলাদেশের গণতন্ত্রকে শক্তিশালী ও বিশেষ মর্যাদায় উন্নীত করবে বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। ২ জানুয়ারি মঙ্গলবার আওয়ামী লীগ সভাপতির ধানমন্ডির রাজনৈতিক কার্যালয়ে রাখা বক্তব্যে কাদের আরও বলেন, বিএনপি চোরাগোপ্তা হামলার প্রস্তুতি নিচ্ছে, সশস্ত্র হামলা চালাতে পারে নির্বাচনের সময় এমন তথ্য আছে।সেতুমন্ত্রী বলেন, যেকোনো মূল্যে অবাধ নিরপেক্ষ নির্বাচনের জন্য নির্বাচন কমিশনকে সর্বোচ্চ সহযোগিতা করবে আওয়ামী লীগ।

এসময় ড. ইউনূসের বিচার প্রসঙ্গে ওবায়দুল কাদের বলেন, ড. ইউনূস আইনের ঊর্ধ্বে নন, তাকে সাজা দিয়েছে আদালতে, এনিয়ে সরকারকে সমালোচনার সুযোগ নেই। তিনি আরও বলেন, জাতীয় পার্টির সঙ্গে টানা পোড়েন নেই, তাদের সঙ্গে আলাপ আলোচনা হয়েছে, দলগত ভাবে তারা নির্বাচনে অংশ নেবে।
উত্তরণবার্তা/এআর

  মন্তব্য করুন
     FACEBOOK
আরও সংবাদ