বৃহস্পতিবার, ০২ মে ২০২৪, ১৯ বৈশাখ ১৪৩১
ঢাকা সময়: ০৭:০৪
ব্রেকিং নিউজ

গাজায় ইসরায়েল যা করছে, দেশে বিএনপি তা করছে : সেতুমন্ত্রী

গাজায় ইসরায়েল যা করছে, দেশে বিএনপি তা করছে   :  সেতুমন্ত্রী

উত্তরণবার্তা প্রতিবেদক : ফিলিস্তিনের গাজায় ইসরায়েল যা করছে, বাংলাদেশে বিএনপি তা করছে বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। নিজ নির্বাচনী এলাকা নোয়াখালী-৫ (কোম্পানীগঞ্জ-কবিরহাট) আসনে আজ রোববার বেলা ১২টার দিকে গণসংযোগকালে কবিরহাট উপজেলার চাপরাশিরহাট জিরো পয়েন্টে এক পথসভায় তিনি এ মন্তব্য করেন।

ওবায়দুল কাদের বলেন, ‘বিএনপি বাস পোড়াচ্ছে, ট্রেন পোড়াচ্ছে, মানুষকে আগুন দিয়ে হত্যা করছে। ফিলিস্তিনের গাজায় ইসরায়েল যা করছে, বাংলাদেশে বিএনপি তা করছে। ওই হানাদার বাহিনী যে নিকৃষ্ট কাজ করছে, তা বাংলাদেশে করা হচ্ছে তারেক জিয়ার নির্দেশে। তারেক জিয়ার দেশে আসার সাহস নাই। বিএনপির সৎ সাহস নাই, তারা পালিয়ে গেছে।’

আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বলেন, ‘নির্বাচন বিরোধীরা অপপ্রচার চালাচ্ছে, যাতে ভোটকেন্দ্রে ভোটাররা না আসতে পারে। তাদের জবাব দিতে হবে। আমরা দলে দলে একত্র হয়ে তার জবাব দেব। ৭ জানুয়ারি আমরা জবাব দেব। খেলা ত হবে। ৭ জানুয়ারি ফাইনাল খেলা।’

আন্তর্জাতিক সংস্থা নির্বাচন পর্যবেক্ষণ করছে উল্লেখ করে ওবায়দুল কাদের বলেন, ‘তারা যদি নির্বাচনে পরামর্শ দেয়, তাহলে আমরা গ্রহণ করব। তবে নির্বাচনের ক্ষতি হয় এমন কিছু মেনে নেব না।’ এর আগে সকাল সাড়ে দশটায় বাবা–মায়ের কবর জিয়ারত শেষে গণসংযোগ শুরু করেন ওবায়দুল কাদের। সকালে বসুরহাটে উপজেলা আওয়ামী লীগ কার্যালয়ে কিছুক্ষণ অবস্থান করেন। পরে চর কাঁকড়া ইউনিয়নের সিদ্দিকিয়া বাজারে গণসংযোগ দিয়ে প্রচার শুরু করেন তিনি। এ সময় তিনি পথে পথে বিভিন্ন স্থানে গণসংযোগ করেন।
উত্তরণবার্তা/এআর


 

  মন্তব্য করুন
     FACEBOOK
আরও সংবাদ