সোমবার, ২৯ এপ্রিল ২০২৪, ১৬ বৈশাখ ১৪৩১
ঢাকা সময়: ১৩:১৮
ব্রেকিং নিউজ

মেট্রোরেলের ১৬ স্টেশনই চালু হলো

মেট্রোরেলের ১৬ স্টেশনই চালু হলো

উত্তরণবার্তা প্রতিবেদক : ঢাকায় মেট্রোরেলের কারওয়ান বাজার ও শাহবাগ স্টেশন চালু হলো আজ সোমবার। এর মধ্য দিয়েই এমআরটি ছয় লাইনের দিয়াবাড়ি থেকে মতিঝিল পর্যন্ত ১৬ স্টেশনই চালু হলো। আজ সকাল সাড়ে ৭টা থেকে এই দুই স্টেশনে যাত্রীরা চলাচল করতে পারছেন।

এর আগে, ১৩ ডিসেম্বর থেকে ঢাকা বিশ্ববিদ্যালয় ও বিজয় সরণি স্টেশন চালু হয়। বছরের শেষদিনেই চালু হলো উত্তরা-মতিঝিল রুটের শেষ দুটি স্টেশন। নতুন দুটি স্টেশন চালুতে খুশি যাত্রীরা। এর মধ্য দিয়ে যানজটের ভোগান্তি কমবে বলেও জানান তারা।

এদিকে নতুন দুই স্টেশন চালু হলেও আগারগাঁও থেকে মতিঝিল পর্যন্ত মেট্রোরেল চলাচলের সময়সূচিতে কোনো পরিবর্তন হচ্ছে না। এ অংশে সকাল সাড়ে ৭টা থেকে বেলা ১২টা পর্যন্ত মেট্রোরেল চলাচল করছে। আর উত্তরা-আগারগাঁও রুটে ট্রেন চলাচল করবে রাত সাড়ে ৮টা পর্যন্ত।

তবে ঢাকা ম্যাস র‍্যাপিড ট্রানজিট কোম্পানি লিমিটেড জানিয়েছে, পর্যায়ক্রমে মেট্রোরেল চলাচলের সময়সূচি বাড়ানো হবে।
উত্তরণবার্তা/এআর

  মন্তব্য করুন
     FACEBOOK
আরও সংবাদ