শুক্রবার, ১৭ মে ২০২৪, ২ জ্যৈষ্ঠ ১৪৩১
ঢাকা সময়: ০৪:৪০

‘উন্নয়নের ধারা অব্যাহত রাখতে নৌকার বিকল্প নেই’

‘উন্নয়নের ধারা অব্যাহত রাখতে নৌকার বিকল্প নেই’

উত্তরণবার্তা প্রতিবেদক : ‘বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা প্রধানমন্ত্রী হওয়ার পর থেকেই দেশে সকল ধর্মের মানুষ শান্তিতে আছে’, উল্লেখ করে জাতীয় সংসদের হুইপ ইকবালুর রহিম বলেছেন, ‘মুক্তিযুদ্ধের অসাম্প্রদায়িক চেতনায় স্মার্ট বাংলাদেশ গড়া আমাদের লক্ষ্য। সেই লক্ষ্য বাস্তবায়ন করতে আবারও শেখ হাসিনাকে প্রধানমন্ত্রী বানাতে হবে এবং এই লক্ষ্য ও উদ্দেশ্য যদি বাস্তবায়ন করতে চান অবশ্যই নৌকা মার্কায় ভোট দিন।’ 
 
তিনি বলেন, ‘উন্নয়নের ধারা অব্যাহত রাখতে নৌকা মার্কার বিকল্প নাই। ২০৪১ সালের মধ্যে একটি উন্নত, সমৃদ্ধ ও স্মার্ট বাংলাদেশ গড়ে তোলা হবে শেখ হাসিনা নেতৃত্বে। শেখ হাসিনা যেটা বলেন সেটা করেন। ডিজিটাল বাংলাদেশ করেছেন। এখন স্মার্ট বাংলাদেশ করা হবে। যেখানে বাংলাদেশের মানুষ সকল ধরনের সুযোগ-সুবিধার সুফল ভোগ করবে।’
 
আওয়ামী লীগের মনোনীত দিনাজপুর-৩ সদর আসনের প্রার্থী হুইপ ইকবালুর রহিমের বিজয় নিশ্চিত করার লক্ষ্যে আজ বৃহস্পতিবার সচেতন সনাতনী সমাজ দিনাজপুর সদর উপজেলার আয়োজনে পরামর্শ সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
 
হুইপ ইকবালুর রহিমে আরও বলেন, ‘এ দেশে মুসলমান, হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টানসহ সকল ধর্মের মানুষ নির্ভয়ে নিরাপদে ধর্ম পালন করে আসছে। বিএনপি জামায়াতের সময় যে ভয়ভীতি ছিল, আজ তা কেটে গেছে। প্রধানমন্ত্রী শেখ হাসিনার কঠোর নির্দেশনা- কোনো অবস্থাতেই কোনো ধর্মের মানুষের উৎসবকে বাধাগ্রস্ত করা যাবে না।’
উত্তরণবার্তা/এসএ

  মন্তব্য করুন
     FACEBOOK
আরও সংবাদ