শুক্রবার, ১৭ মে ২০২৪, ৩ জ্যৈষ্ঠ ১৪৩১
ঢাকা সময়: ১৮:২৪
ব্রেকিং নিউজ

এবার বাংলা ভাষায় নেইমারকে নিয়ে অ্যাপ

এবার বাংলা ভাষায় নেইমারকে নিয়ে অ্যাপ

উত্তরণ বার্তা তথ্যপ্রযুক্তি ডেস্ক : কয়েকদিন আগে ফুটবল কিংবদন্তি লিয়নেল মেসিকে নিয়ে প্রথম বাংলা ভাষায় অ্যাপ তৈরি করেছিলেন খুলনা বিশ্ববিদ্যালয়ের বিবিএ সম্পন্নকারী শিক্ষার্থী জহিরুল হক; যেটি এখন গুগল প্লে স্টোরে পাওয়া যাচ্ছে। এবার জহিরুল হক বাংলায় হালের ফুটবল ক্রেজ নেইমারের জীবনীভিত্তিক অ্যাপ্লিকেশন তৈরি করলেন।
বাংলা ভাষায় কেন নেইমারকে নিয়ে অ্যাপ তৈরি করলেন, এই প্রশ্নের জবাবে জহির বলেন, ‘অনেক বাঙালি ব্রাজিলকে সমর্থন করেন। নেইমারের কারণেও অনেকে পিএসজি ক্লাবকে সমর্থন করছেন।  অনেকেই প্রিয় ফুটবলার সম্পর্কে জানতে চান। কিন্তু একটা বিষয় খেয়াল করলাম, নেইমারের জীবনী সম্পর্কে বাংলা ভাষায় গুগল প্লে স্টোরে কোনো অ্যাপ নেই। অনেক খোঁজার পরেও আমার নজরে আসেনি। এজন্যই পৃথিবীব্যাপী ছড়িয়ে থাকা বাঙালি নেইমার ভক্তদের জন্য আমার এই ক্ষুদ্র প্রয়াস Neymar Biography & Wallpaper 4K (বাংলায়) অ্যাপটি, যা সহজভাবে সবাইকে বিশ্বনন্দিত ফুটবলার নেইমার সম্পর্কে জানতে সহায়তা করবে। একই সঙ্গে নেইমারের বিভিন্ন 4K ওয়ালপেপার দেওয়া হয়েছে।  এসব ব্যবহারকারীরা তাদের মোবাইল কিংবা কম্পিউটারের ওয়ালপেপার হিসেবে ব্যবহার করতে পারবেন। নিয়মিত বিরতিতে অ্যাপটিতে আপডেট তথ্য সন্নিবেশ করা হবে।’

অ্যাপ নির্মাতা জহির Neymar Biography & Wallpaper 4K (বাংলায়) অ্যাপ্লিকেশনটি কয়েক ভাগে ভাগ করে নেইমারের জীবনের বিভিন্ন পর্যায় বর্ণনা করেছন-
১. প্রাথমিক পরিচিতি
২. শৈশব-কৈশোর
৩. সান্তোস ও বার্সেলোনায় অর্জন
৪. পিএসজি ও নেইমার
৫. ব্রাজিলের হয়ে নৈপুণ্য
৬. ব্যক্তিগত অর্জন
৭. নেইমার সম্পর্কে মন্তব্য
৮. জানা-অজানা খুঁটিনাটি
৯. ওয়ালপেপার

ইউজার ফ্রেন্ডলি করে অ্যাপের বিষয়গুলো সাজানো হয়েছে। যারা অ্যাপের মাধ্যমে নেইমারের জীবনীভিত্তিক বিভিন্ন বিষয়ে বাংলা ভাষায় তথ্য পেতে আগ্রহী, তাদের জন্য এই অ্যাপটি হতে পারে অত্যন্ত কার্যকরী সমাধান।
উত্তরণ বার্তা/এআর

  মন্তব্য করুন
     FACEBOOK