রবিবার, ১৯ মে ২০২৪, ৪ জ্যৈষ্ঠ ১৪৩১
ঢাকা সময়: ০১:৪০
ব্রেকিং নিউজ

মোহামেডানের শুরু নতুন উদ্যোমে

মোহামেডানের শুরু নতুন উদ্যোমে

উত্তরণবার্তা ডেস্ক : দেশের ফুটবলের সবচেয়ে মর্যাদার আসর মাঠে গড়াল। প্রথম দিনে ফর্টিসের ভেন্যুতে মোহামেডান জয় তুলে নিয়েছে। নতুন উদ্যোমে মোহামেডানের শুরু। রাজশাহীতে মুক্তিযোদ্ধা স্মৃতি স্টেডিয়ামে মোহামেডান ২-১ গোলে হারিয়েছে ফর্টিস এফসিকে। গত ১৮ ডিসেম্বর গোপালগঞ্জে স্বাধীনতা কাপ ফুটবল ফাইনালে মোহামেডান ১-২ গোলে হেরেছিল বসুন্ধরা কিংসের বিপক্ষে। সেই ফাইনালে আক্ষেপের অনেক কিছুই কোচ আলফাজ আহমেদের চোখ থেকে সরে যায়নি।

এরই মধ্যে তিন দিনের ব্যবধানে লিগের পর্দা উঠার প্রথম দিনেই মোহামেডানকে মাঠে নামতে হলো। বড় ম্যাচ ছিল। কিংসের শক্ত প্রতিপক্ষের বিপক্ষে লড়াই করেই আরেকটি বড় ম্যাচে নামা কঠিন হয়ে যায়। মোহামেডান সব কিছু মেনে নিয়েই রাজশাহীতে গিয়ে জয় নিয়ে ঢাকায় ফিরেছে কাল রাতেই। ১৪ মিনিটে ইমনের গোলে এগিয়ে (১-০) থাকা মোহামেডান যেন একটা ভুলে মূল্যবান পয়েন্ট হারাতে বসেছিল।

প্রথমার্ধের বাঁশি বাজার দুই মিনিট আগে একটা ভুলে গোল হজম করে মোহামেডান। দলের উজবেক ফুটবলার মোজাফফরভ। যিনি আক্রমণভাগে দলের কান্ডারি। এই ফুটবলার নিজেদের বক্সে ভুল পাস দেন প্রতিপক্ষ ফর্টিসের গাম্বিয়ান ফুটবলার ওমরের কাছে। ওমর এমন মওকা পেয়ে আর কি ছাড়ে। বলটা পেয়েই গোলের পরিণত করলে ওমর, ১-১। আফসোসে পুড়ে ছাই মোজাফফরভ। আফসোসে পুড়ছিলেন কোচ আলফাজ। ঢাকায় ফেরার পথে ফোনে আলফাজ জানালেন স্বাধীনতা কাপের ফাইনালে ১-০ গোলে এগিয়ে ছিল মোহামেডান। আলফাজ বললেন, ‘বসুন্ধরা কিংস ৮৫ মিনিটে গোল শোধ করেছিল। আমার কাছে সেই ম্যাচটার কথা মনে হচ্ছিল। হেরে না যাই। আল্লাহর রহমতে গোল পেয়েছি, শেষ মুহূর্তে।’ ৯০ মিনিটে নাইজেরিয়ান ফুটবলার এমানুয়েল টনির গোল ২-১, মোহামেডানকে জয়ের স্বাদ দেয়। এ যেন হাঁফ ছেড়ে বাঁচে মোহামেডান। ৩ পয়েন্ট নিয়ে মাঠ ছাড়াল মোহামেডান।

মোহামেডান সমর্থকরা এখন আগের চেয়ে বেশি মনযোগী হয়েছে তাদের প্রিয় দলের প্রতি। আগের চেয়ে ভালো খেলছে। এর আগে কয়েক মৌসুম মোহামেডানের আশপাশ দিয়ে রেলিগেশন ঘোরাঘুরি করছিল। এখন সেখান থেকে সরে এসেছে। গত সাত মাসে মোহামেডান দুইটা টুর্নামেন্টের ফাইনাল খেলেছে। এবছর ফেডারেশন কাপের ফাইনাল খেলেছিল ১৪ বছর পর। কুমিল্লায় হওয়া ফাইনালে আবাহনীকে হারিয়ে চ্যাম্পিয়ন হয়েছে আলফাজের মোহামেডান। সাত মাস পর আরেকটি ফাইনাল খেলল মোহামেডান।

এবার ৯ বছর পর স্বাধীনতা কাপের ফাইনাল, বসুন্ধরা কিংসের বিপক্ষে। গোপালগঞ্জে ফাইনালে অল্পের জন্য ট্রফি জিততে পারেনি ১-০ তে এগিয়ে থাকা আলফাজের মোহামেডান। আফসোসের কণ্ঠে আলফাজ বলছিলেন, গোপালগঞ্জে আমরা ফাইনালের শেষ দিকে দ্বিতীয় গোল খেয়ে হেরে গিয়েছিলাম। ম্যাচটা ড্র হলে অতিরিক্ত ৩০ মিনিট পেতাম। ঐ ৩০ মিনিটে আমি লড়াই করতাম। ট্রফি নিয়েই ঘরে ফিরতাম।’ আলফাজ বলেন, ‘কিংসের ভাগ্য ভালো, দুইটা শটের পারফেক্ট টাইমিং হয়েছিল। আমরা যদি বাড়তি ৩০ মিনিট পেতাম...।’ শুক্রবার ময়মনসিংহে বেলা আড়াইটায় মোহামেডানের দ্বিতীয় খেলা শেখ রাসেলের বিপক্ষে।
উত্তরণবার্তা/এআর

 

  মন্তব্য করুন
     FACEBOOK