রবিবার, ১৯ মে ২০২৪, ৪ জ্যৈষ্ঠ ১৪৩১
ঢাকা সময়: ০২:১৪
ব্রেকিং নিউজ

আলমেরিয়ার বিপক্ষে কষ্টার্জিত জয় বার্সেলোনার

আলমেরিয়ার বিপক্ষে কষ্টার্জিত জয় বার্সেলোনার

উত্তরণবার্তা ডেস্ক : স্প্যানিশ লা লিগায় পয়েন্ট টেবিলের তলানির দলের বিপক্ষেও পয়েন্ট হারানোর শঙ্কায় পড়েছিল বার্সেলোনা। দুইবার পিছিয়ে পড়েও উজ্জীবিত পারফরম্যান্সে লড়াই জমিয়ে তুলেছিল শক্তির বিচারে পিছিয়ে থাকা আলমেরিয়া। তবে শেষ পর্যন্ত সার্জিও রবার্তোর জোড়া গোলে জয় পায় কাতালান ক্লাবটি।

২০ ডিসেম্বর বুধবার এস্তাদিও অলিম্পিক লুইস কোম্পানি স্টেডিয়ামে আলমেরিয়াকে ৩-২ গোলে হারিয়েছে বার্সেলোনা। সব প্রতিযোগিতা মিলিয়ে তিন ম্যাচ পর জয়ের দেখা পেল জাভির শীর্ষ্যরা।ব্রাজিলিয়ান ফরোয়ার্ড রাফিনহার গোলে বার্সেলোনা এগিয়ে যাওয়ার পর সমতা লেও বাপতিস্তাও এর গোলে সমতায় ফেরে বার্সেলোনা। দ্বিতীয়ার্ধের শুরুর দিকে রবার্তোর গোলে দ্বিতীয়বার এগিয়ে যায় স্বাগতিকরা। এদগার গনসালেসের গোলে ফের সমতায় ফেরে আলমেরিয়া।

তবে ম্যাচের ৮৩ মিনিটে দারুণ নৈপুণ্যে জয়সূচক গোল করেন রবার্তো। লেভানদোভস্কির ক্রসে নিখুঁত শটে গোলরক্ষককে পরাস্ত করেন তিনি। তার করা গোলই শেষ পর্যন্ত ৩-২ গোলের জয় নিয়ে মাঠ ছাড়ে বার্সেলোনা। এই জয়ে ১৮ ম্যাচে ১১ জয় ও ৫ ড্রয়ে ৩৮ পয়েন্ট নিয়ে তালিকার তিন নম্বরে উঠে এসেছে বার্সেলোনা। এক ম্যাচ কম খেলে ৪৪ পয়েন্ট নিয়ে শীর্ষে অবস্থান করছে চমক দেখানো জিরোনা। তাদের চেয়ে ২ পয়েন্ট পিছিয়ে দুইয়ে রয়েছে রিয়াল মাদ্রিদ।
উত্তরণবার্তা/এআর

  মন্তব্য করুন
     FACEBOOK