শনিবার, ২৭ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১
ঢাকা সময়: ০১:৩৮
ব্রেকিং নিউজ

বসন্ত উৎসবে মেতেছিল সবাই

বসন্ত উৎসবে মেতেছিল সবাই

উত্তরণ বার্তা প্রতিবেদক : শীতের মৌনতা ভেঙ্গে বাংলার প্রকৃতিতে এসেছে বসন্ত। চারদিকে রঙ্গিন ফুলের সমারোহ। তাই তো কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুর বলেছিলেন ‘আহা, আজি এ বসন্তে এতো ফুল ফোটে/এতো বাঁশি বাজে, এতো পাখি গায়...’।

‘হে কবি! নীরব কেন- ফাগুন যে এসেছে ধরায়, বসন্তে বরিয়া তুমি লবে না কি তব বন্দনায়? ‘কবিতা নয়, প্রকৃতিতে ঋতুরাজ বসন্ত এসে গেছে। প্রকৃতিতে শীতের রিক্ততা থাকলেও তা ভুলিয়ে দিয়েছে বসন্তের ছোঁয়া। প্রকৃতি যেন নতুন রূপে, বর্ণে বর্ণিল হয়ে বসন্তকে বরণের অপেক্ষায় ছিল। সেই অপেক্ষা অবসান হয়েছে। মঙ্গলবার মহাসমারোহে নগরজুড়ে চলেছে বসন্তবরণ। শহুরে ব্যস্ততার মধ্যেও থেমে ছিলনা বসন্ত উৎসব। রাজধানী বিভিন্ন জায়গায় বসন্ত উৎসব চললেও প্রধান আকর্ষণ ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি) চারুকলার বকুলতলা।
উত্তরণ বার্তা/এআর

 

  মন্তব্য করুন
     FACEBOOK