সোমবার, ২০ মে ২০২৪, ৬ জ্যৈষ্ঠ ১৪৩১
ঢাকা সময়: ০৭:২৫
ব্রেকিং নিউজ

ট্রেনে আগুনের ঘটনায় মামলা

ট্রেনে আগুনের ঘটনায় মামলা

উত্তরণবার্তা প্রতিবেদক : রাজধানীর তেজগাঁওয়ে মোহনগঞ্জ এক্সপ্রেস ট্রেনে দুর্বৃত্তদের দেওয়া আগুনে চারজনকে পুড়িয়ে হত্যার ঘটনায় কমলাপুর রেলওয়ে থানায় মামলা হয়েছে। ১৯ ডিসেম্বর মঙ্গলবার রাতে রেলওয়ের ট্রেন পরিচালক খালেদ মোশাররফ বাদী হয়ে এই মামলা করেন।

মামলা দায়েরের বিষয়টি নিশ্চিত করে কমলাপুর রেলওয়ে থানার অফিসার ইনচার্জ ফেরদাউস আহমেদ বিশ্বাস জানান, মামলায় কারও নাম উল্লেখ করা হয়নি। অজ্ঞাতনামা দুর্বৃত্তদের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে। এর আগে, মঙ্গলবার ভোর ৫টায় ট্রেনে আগুন দেয় দুর্বৃত্তরা। এতে মা ও শিশুসন্তানসহ চার যাত্রী নিহত হন। তাদের মধ্যে দুজনের পরিচয় পাওয়া গেছে। তারা হলেন- নাদিয়া আক্তার পপি (৩৫) ও তার শিশুসন্তান ইয়াসিন (৩)। হুড়োহুড়ি করে নামতে গিয়ে আহত হন বেশ কয়েকজন।

আগুনের খবর পেয়ে ফায়ার সার্ভিসের তিনটি ইউনিট সকাল পৌনে ৭টার দিকে আগুন নিয়ন্ত্রণে আনে। এ ঘটনার তদন্তে র‌্যাব, থানা পুলিশ, গোয়েন্দা পুলিশ, পিবিআই, সিটিটিসিসহ আইনশৃঙ্খলা বাহিনীর বিভিন্ন ইউনিট মাঠে নেমেছে বলে রেল পুলিশ জানিয়েছে।
উত্তরণবার্তা/এআর

  মন্তব্য করুন
     FACEBOOK