সোমবার, ২০ মে ২০২৪, ৬ জ্যৈষ্ঠ ১৪৩১
ঢাকা সময়: ১৮:৪৭
ব্রেকিং নিউজ

তেঁতুলিয়ায় তাপমাত্রা নামল ১০.৩ ডিগ্রি সেলসিয়াসে

তেঁতুলিয়ায় তাপমাত্রা নামল ১০.৩ ডিগ্রি সেলসিয়াসে

উত্তরণবার্তা প্রতিবেদক : পঞ্চগড়ে সর্বনিম্ন তাপমাত্রা আবারও কমেছে। বৃহস্পতিবার সকাল ৮টা পর্যন্ত ঘনকুয়াশায় ঢেকে ছিল গোটা এলাকা। সঙ্গে উত্তরের হিমশীতল বাতাসে কনকনে শীত অনুভূত হয়েছে। ৮টার পর সূর্যের দেখা মেলায় এখন কিছুটা স্বস্তি ফিরেছে।

তেঁতুলিয়া আবহাওয়া অফিসের ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. রাসেল শাহ বলেন, আজ বৃহস্পতিবার সকালে তেঁতুলিয়ার সর্বনিম্ন ১০ দশমিক ৩ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা রেকর্ড করা হয়েছে। এটি মৌসুমের সর্বনিম্ন তাপমাত্রা। গতকাল বুধবার তেঁতুলিয়ার সর্বনিম্ন তাপমাত্রা ছিল ১২ দশমিক ৮ ডিগ্রি সেলসিয়াস।
 
ঘনকুয়াশা আর উত্তরের হিমশীতল বাতাসে সকালে কাজে যোগ দেওয়া মানুষের দুর্ভোগ দেখা যায়। রাসেল শাহ বলেন, আজ বৃহস্পতিবার সকাল ৯টায় ১০ দশমিক ৩ ডিগ্রি সেলসিয়াস। ভোর ৬টায় রেকর্ড করা হয় ১০ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াস। এটি পঞ্চগড়ের মৌসুমের সর্বনিম্ন।

হিমালয়-কাঞ্চনজঙ্ঘা পর্বতের কাছাকাছি হওয়ায় এই অঞ্চলে শীত বেশি। সামনে তাপমাত্রা আরও কমতে পারে বলে জানান এই কর্মকর্তা।
উত্তরণবার্তা/এআর

  মন্তব্য করুন
     FACEBOOK
আরও সংবাদ