শুক্রবার, ১৭ মে ২০২৪, ২ জ্যৈষ্ঠ ১৪৩১
ঢাকা সময়: ০৪:১৮

ফেনীতে কৃষকদের মধ্যে বিনামূল্যে বীজ ও সার বিতরণ

ফেনীতে কৃষকদের মধ্যে বিনামূল্যে  বীজ ও সার বিতরণ

উত্তরণবার্তা প্রতিবেদক : জেলার সদর উপজেলায় আজ দুইহাজার ৭৩০ জন কৃষকের মধ্যে বিনামূল্যে বীজ ও সার বিতরণ করা হয়েছে। আজ মঙ্গলবার সকালে ফেনী সদর উপজেলা পরিষদ মিলনায়তনে আয়োজিত এক অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে  কৃষকদের মধ্যে বীজ ও সার বিতরণ করেন সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান শুসেন চন্দ্র শীল।
 
ফেনী সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. হুমায়ন রশিদের সভাপতিত্বে এ অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন সদর উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান একে শহীদ উল্যাহ খোন্দকার, মহিলা ভাইস চেয়ারম্যান জ্যোৎস্না আরা বেগম জুসি, বঙ্গবন্ধু কৃষি পদকপ্রাপ্ত ফাজিলপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মজিবুল হক রিপন।  
 
উপসহকারী উদ্ভিদ সংরক্ষণ কর্মকর্তা কাজী মনসুর আহমেদের সঞ্চালনায় স্বাগত বক্তব্য রাখেন সদর উপজেলা কৃষি কর্মকর্তা শারমিন আক্তার। সদর উপজেলা কৃষি কর্মকর্তা শারমিন আক্তার জানান, রবি মৌসুমে উফশী জাতের বীজ ব্যবহারের মাধ্যমে বোরো ধানের উৎপাদন বৃদ্ধির লক্ষ্যে কৃষকদের মধ্যে বিনামূল্যে বীজ ও রাসায়নিক সার বিতরণ করা হচ্ছে। নির্বাচিত কৃষকদের জনপ্রতি একবিঘা জমি চাষের জন্য পাঁচকেজি বীজ, ১০ কেজি ডিএপি সার, ১০ কেজি এমওপি সার দেয়া হচ্ছে।
উত্তরণবার্তা/এসএ

  মন্তব্য করুন
     FACEBOOK