শুক্রবার, ১৭ মে ২০২৪, ৩ জ্যৈষ্ঠ ১৪৩১
ঢাকা সময়: ১৫:২৭
ব্রেকিং নিউজ

প্রধানমন্ত্রীর সঙ্গে রাতে বৈঠকে বসছেন ১৪ দলের নেতারা

প্রধানমন্ত্রীর সঙ্গে রাতে বৈঠকে বসছেন ১৪ দলের নেতারা

উত্তরণবার্তা প্রতিবেদক : আওয়ামী লীগ সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে আজ রোববার বৈঠকে বসছেন ১৪ দলীয় জোটের নেতারা। রাত ৮টায় গণভবনে শুরু হবে এ বৈঠক। এতে সভাপতিত্ব করবেন জোটের প্রধান ও আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনা। দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে ক্ষমতাসীন দল আওয়ামী লীগের সঙ্গে জোটগত নির্বাচন নিয়ে বৈঠকে আলোচনা হবে বলে জানা গেছে।

জোটের শরিকরা কতগুলো আসনে প্রার্থী দিতে পারেন সেই বিষয়ে আলোচনা ও সিদ্ধান্ত হতে পারে বৈঠকে। এ ছাড়া সাম্প্রতিক রাজনৈতিক পরিস্থিতি নিয়ে বৈঠকে আলোচনা হবে। এর আগে, ১৯ জুলাই গণভবনে ১৪ দলের বৈঠক হয়। সেখানে জোট প্রধান শেখ হাসিনা জানিয়েছিলেন, ১৪ দল জোটগতভাবেই নির্বাচনে অংশ নেবে।

২০০৪ সালে মুক্তিযুদ্ধের চেতনায় বিশ্বাসী রাজনৈতিক দলগুলোকে নিয়ে ২৩ দফার ভিত্তিতে আওয়ামী লীগের নেতৃত্বে গড়ে ওঠে ১৪ দলীয় জোট। ওই সময় থেকে আওয়ামী লীগের নেতৃত্বে জোটগতভাবে আসন ভাগাভাগি করে নির্বাচনে অংশ নেয় জোটের শরিকরা।
উত্তরণবার্তা/এআর

  মন্তব্য করুন
     FACEBOOK
আরও সংবাদ