শুক্রবার, ০৩ মে ২০২৪, ২০ বৈশাখ ১৪৩১
ঢাকা সময়: ১১:০৯
ব্রেকিং নিউজ

সিলেট জেলায় ৪ লাখ ৩৪ হাজার শিশুকে ভিটামিন ‘এ প্লাস ক্যাপসুল খাওয়ানো হবে

সিলেট জেলায় ৪ লাখ ৩৪ হাজার শিশুকে ভিটামিন ‘এ  প্লাস ক্যাপসুল খাওয়ানো হবে

উত্তরণবার্তা প্রতিবেদক :  আগামী মঙ্গলবার দেশব্যাপী ভিটামিন এ কর্মসূচি চলাকালে সিলেট মহানগর ছাড়া জেলায় ৪ লাখ ৩৪ হাজার শিশুকে ভিটামিন ‘এ' প্লাস ক্যাপসুল খাওয়ানো হবে। জাতীয় ভিটামিন ‘এ' প্লাস ক্যাম্পেইন-২০২৩ উপলক্ষে আজ বৃহস্পতিবার সিলেট জেলা সিভিল সার্জন কার্যালয়ের কনফারেন্স হলে সাংবাদিকদের সঙ্গে  মতবিনিময় সভায় সিলেটের সিভিল সার্জন ডা. মনিসর চৌধুরী এ তথ্য জানান। এসময় সিভিল সার্জন কার্যালয়ের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
 
সিভিল সার্জন কার্যালয়ের স্বাস্থ্য কর্মকর্তা ডা. স্নিগ্ধা জানান, ‘আগামী ১২ ডিসেম্বর দিনব্যাপী জাতীয় ভিটামিন ‘এ' প্লাস ক্যাম্পেইন সারাদেশে পালন করা হবে। সিলেট জেলায় মোট স্থায়ী কেন্দ্র ১৩টি এবং অস্থায়ী কেন্দ্র ২ হাজার ৪ শ টি। এই কেন্দ্রগুলোতে ১২ ডিসেম্বর  ৬-১১ মাস বয়সী ৪৭,৬৫৫ জন শিশুকে ১টি নীল রঙের ভিটামিন ‘এ' ক্যাপসুল এবং ১২-৫৯ মাস বয়সী ৩,৮৬,৪৩১ জন শিশুকে ১টি লাল রঙের ভিটামিন 'এ' ক্যাপসুল খাওয়ানোর লক্ষ্যমাত্রা নির্ধারন করা হয়েছে।
উত্তরণবার্তা/এসএ

  মন্তব্য করুন
     FACEBOOK