শনিবার, ১৮ মে ২০২৪, ৪ জ্যৈষ্ঠ ১৪৩১
ঢাকা সময়: ১৪:৪৮
ব্রেকিং নিউজ

যেভাবে রান্না করবেন মজাদার রাজকচুরি

যেভাবে রান্না করবেন  মজাদার রাজকচুরি

উত্তরণবার্তা ডেস্ক : যেভাবে রান্না করবেন  মজাদার রাজকচুরি।আসুন তাহলে জেনে নেয়া যাক।
 
যা লাগবে : ডাবলি সেদ্ধ সিকি কাপ, আলু চটকানো ২ টেবিল চামচ, চটপটির মশলা ১ চা চামচ, ছোট নিমকি ২ টেবিল চামচ, ঝুরি চানাচুর ২ টেবিল চামচ, গাজর কুচি ১ টেবিল চামচ, বিট লবণ পরিমাণমতো, তেঁতুলের চাটনি পরিমাণমতো, ধনেপাতা কুচি পরিমাণমতো, মিষ্টি দই ১ কাপ (ব্লেন্ড করা), কাঁচামরিচ কুচি আধা চা চামচ, রাজকচুরি ১টা।

যেভাবে করবেন : তেঁতুলের চাটনি, মিষ্টি দই, গাজর, চানাচুর, রাজকচুরি বাদে অন্যসব উপকরণ একসঙ্গে মিশিয়ে নিন। একটা প্লেটে বড় একটা ফুচকা রেখে ফুচকার উপরে একটু ভেঙে ভেতরে ডাবলির মিশ্রণ রাখুন। এবার এতে তেঁতুলের চাটনি দিন। তারপর নিমকি, ঝুরি চানাচুর ও গাজর কুচি দিন। সবশেষে দইয়ের মিশ্রণ দিন। পরিবেশন করুন মজাদার রাজকচুরি।
উত্তরণবার্তা/এআর

  মন্তব্য করুন
     FACEBOOK