রবিবার, ১৯ মে ২০২৪, ৫ জ্যৈষ্ঠ ১৪৩১
ঢাকা সময়: ১৫:০৮
ব্রেকিং নিউজ

জামায়াতের আমিরসহ ৭২ জনের বিচার শুরু

জামায়াতের আমিরসহ ৭২ জনের বিচার শুরু

উত্তরণবার্তা প্রতিবেদক : রাজধানীর রামপুরা থানায় পুলিশের কাজে বাধা দেওয়ার মামলায় জামায়াতে ইসলামীর আমির ড. শফিকুর রহমানসহ ৭২ নেতাকর্মীর বিরুদ্ধে চার্জ গঠন করেছেন আদালত। এর ফলে মামলার আনুষ্ঠানিকভাবে বিচার শুরু হলো।
 
রোববার (৩ ডিসেম্বর) দুপুরে ঢাকার অ্যাডিশনাল চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মো. হাসিবুল হকের আদালত চার্জ গঠনের আদেশ দেন। একই সঙ্গে আগামী ২৭ ডিসেম্বর সাক্ষ্যগ্রহণের তারিখ ধার্য করেন।
 
রাষ্ট্রপক্ষের আইনজীবী মো. মোজাম্মেল হক খোকন বিচার শুরু বিষয়টি নিশ্চিত করেন। এছাড়া, মামলাটিতে অভিযোগ গঠনের মতো পর্যাপ্ত উপাদান না থাকায় ৪৫ জনকে অব্যাহতি দেওয়া হয়েছে বলে নিশ্চিত করেন আসামিপক্ষের আইনজীবী এসএম কামাল উদ্দিন।
 
বিচার শুরু হওয়া উল্লেখযোগ্য আসামিদের মধ্যে রয়েছেন, জামায়াতে ইসলামী সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার, অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি রফিকুল ইসলাম খান, নির্বাহী সদস্য মো. ইজ্জত উল্লাহ।
উত্তরণবার্তা/এসএ

  মন্তব্য করুন
     FACEBOOK