সোমবার, ২০ মে ২০২৪, ৬ জ্যৈষ্ঠ ১৪৩১
ঢাকা সময়: ০৭:৫৯
ব্রেকিং নিউজ

আওয়ামী লীগের প্রার্থী ঘোষণা শুরু, যারা পেলেন মনোনয়ন

আওয়ামী লীগের প্রার্থী ঘোষণা শুরু, যারা পেলেন মনোনয়ন

উত্তরণবার্তা প্রতিবেদক : সব জল্পনাকল্পনা শেষে চূড়ান্ত হয়েছে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে আওয়ামী লীগের প্রার্থী। আজ রবিবার বিকেল ৪টার পর ৩০০ আসনে দলীয় প্রার্থীদের নাম ঘোষণা করেন দলটির সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। আজ দুইটি আসন বাদে বাকি ২৯৮টি আসনের প্রার্থীদের নাম ঘোষণা করেন কাদের। আসন দুটি হলো কুষ্টিয়া-২ ও নারায়ণগঞ্জ-৫।
 
এই দুই আসনের প্রার্থী পরবর্তীতে ঘোষণা করা হবে বলে জানান ওবায়দুল কাদের। দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে নৌকার প্রার্থী হতে সারা দেশে ৩০০ আসনের বিপরীতে মোট তিন হাজার ৩৬২টি মনোনয়ন সংগ্রহ করেন মনোনয়নপ্রত্যাশী প্রার্থীরা। নির্বাচন কমিশনের ঘোষিত তফসিল অনুযায়ী আগামী ৩০ নভেম্বরের মধ্যে চূড়ান্ত প্রার্থীর তালিকা নির্বাচন কমিশনে জমা দিতে হবে। এরপর মনোনয়নপত্র যাচাই-বাছাই হবে ১ থেকে ৪ ডিসেম্বর, মনোনয়ন আপিল ও নিষ্পত্তি ৬ থেকে ১৫ ডিসেম্বর, প্রার্থিতা প্রত্যাহারের শেষ তারিখ ১৭ ডিসেম্বর।
 
প্রতীক বরাদ্দ হবে ১৮ ডিসেম্বর। আর ভোটের আগে ১৮ ডিসেম্বর থেকে ৫ জানুয়ারি সকাল ৮টা পর্যন্ত প্রচার চালানো যাবে। ৭ জানুয়ারি ভোট অনুষ্ঠিত হবে।
উত্তরণবার্তা/এসএ
 

  মন্তব্য করুন
     FACEBOOK
আরও সংবাদ