বৃহস্পতিবার, ০৯ মে ২০২৪, ২৫ বৈশাখ ১৪৩১
ঢাকা সময়: ০২:১৮
ব্রেকিং নিউজ

নির্বাচনে মহাজোটগতভাবে প্রতিদ্বন্দ্বীতা করবে জাতীয় পার্টি, ইসিতে রওশন এরশাদের চিঠি

নির্বাচনে মহাজোটগতভাবে প্রতিদ্বন্দ্বীতা করবে জাতীয় পার্টি, ইসিতে রওশন এরশাদের চিঠি

উত্তরণবার্তা  প্রতিবেদক : বিগত ৩টি জাতীয় নির্বাচনের ধারাবাহিকতায় চতুর্থবারের মতোই আওয়ামী লীগ নেতৃত্বাধীন মহাজোটের শরীক দল হিসেবে আগামী দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে প্রতিদ্বন্দ্বীতা করবে সংসদের বিরোধী দল জাতীয় পার্টি। আজ শনিবার এবিষয় জাতীয় পার্টির প্রধান পৃষ্ঠপোষক বেগম রওশন এরশাদের চিঠি আনুষ্ঠানিকভাবে নির্বাচন কমিশনে জমা দেন বিরোধী দলীয় নেতার মুখপাত্র কাজী মামুনূর রশিদ।

চিঠিতে রওশন এরশাদ বলেন, "এটি শুধু নির্বাচনী জোট। নির্বাচন শেষে জাতীয় পার্টির নির্বাচিত সংসদ সদস্যরা দলীয় সিদ্ধান্ত অনুসরন করেই দলীয় ও সংসদীয় কার্যক্রমে অংশ নেবেন। জাপার মনোনীতরা দলীয় প্রতীক লাঙ্গল বা তার ইচ্ছানুসারে মহাজোটের প্রার্থী হিসেবে জোটবদ্ধ হয়ে নির্বাচন করতে পারবেন।"এবিষয়ে ইসিকে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের অনুরোধ করেন বেগম রওশন এরশাদ।
উত্তরণবার্তা/এআর

  মন্তব্য করুন
     FACEBOOK
আরও সংবাদ