সোমবার, ২০ মে ২০২৪, ৬ জ্যৈষ্ঠ ১৪৩১
ঢাকা সময়: ১৪:১২
ব্রেকিং নিউজ

জাপা নির্বাচন বর্জন করবে না : রওশন এরশাদ

জাপা নির্বাচন বর্জন করবে না  : রওশন এরশাদ

উত্তরণবার্তা প্রতিবেদক : আগামী ৭ জানুয়ারি জাতীয় সংসদ নির্বাচনের ভোট গ্রহণ করা হবে। প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কাজী হাবিবুল আউয়াল ১৫ নভেম্বর বুধবার সন্ধ্যায় জাতীয় নির্বাচনের তফসিল ঘোষণা করেছেন। বিএনপিসহ সমমনা দলগুলো তফসিল প্রত্যাখ্যান করলেও একে স্বাগত জানিয়েছেন জাতীয় সংসদের বিরোধী দলীয় নেতা ও জাতীয় পার্টির প্রধান পৃষ্ঠপোষক বেগম রওশন এরশাদ এমপি।

বুধবার রাতে তিনি বলেছেন, সংসদ নির্বাচনের জন্য প্রধান নির্বাচন কমিশনার তফসিল ঘোষণা করেছেন। খুব ভালো হয়েছে। আশা করছি, সব দলের অংশগ্রহণে সুন্দর ও সুষ্ঠু নির্বাচন হবে। বর্তমান পরিস্থিতিতে জাতীয় পার্টি নির্বাচনে অংশ নেবে কি না, জানতে চাইলে বিরোধী দলীয় নেতা বলেন, জাতীয় পার্টি নির্বাচনের জন্য প্রস্তুত। আমাদের ভালো প্রস্তুতি আছে।

তিনি আরও বলেন, জাতীয় পার্টি কখনও নির্বাচন বর্জন করেনি। এবারও নির্বাচন বর্জন করবে না।জাতীয় পার্টির সাবেক চেয়ারম্যান হুসেইন মুহম্মদ এরশাদ অত্যন্ত প্রতিকূল পরিস্থিতিতে কারাগারে থেকেই নির্বাচনে অংশ নিয়ে পাঁচটি আসনে বিজয়ী হয়েছিলেন বলেও স্মরণ করিয়ে দেন সাবেক ফার্স্ট লেডি রওশন এরশাদ।
উত্তরণবার্তা/এআর

  মন্তব্য করুন
     FACEBOOK
আরও সংবাদ