শুক্রবার, ১৭ মে ২০২৪, ৩ জ্যৈষ্ঠ ১৪৩১
ঢাকা সময়: ১৭:৫৭
ব্রেকিং নিউজ

কুবি শিক্ষকদের নিয়ে আইকিউএসির কর্মশালা অনুষ্ঠিত

কুবি শিক্ষকদের নিয়ে আইকিউএসির কর্মশালা অনুষ্ঠিত

উত্তরণবার্তা প্রতিবেদক : কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের ইনস্টিটিউশনাল কোয়ালিটি এস্যুরেন্স সেলের (আইকিউএসি) উদ্যোগে শিক্ষকদের নিয়ে প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। ১৩ নভেম্বর সোমবার সকাল ১০টার দিকে বিশ্ববিদ্যালয়ের ভার্চুয়াল ক্লাস রুমে শিক্ষকদের 'পাবলিক রুলস, একাডেমিক রুলস অ্যান্ড রেগুলেশন (এক্সামিনেশন, লিভ আপগ্রেডেশন রুলস)' বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত হয়।

বিশ্ববিদ্যালয়ের আইকিউএসির পরিচালক অধ্যাপক ড. মো: রশিদুল ইসলাম শেখের সভাপতিত্বে ও আইকিউএসির অতিরিক্ত পরিচালক ড. মো. গোলাম মর্তুজা তালুকদারের সঞ্চালনায় এতে বিভিন্ন বিভাগের শিক্ষকরা অংশগ্রহণ করেন। কর্মশালায় রিসোর্স পারসনরা পাবলিক রুলস, একাডেমিক রুলস অ্যান্ড রেগুলেশন (এক্সামিনেশন, লিভ আপগ্রেডেশন রুলস) নিয়ে আলোচনা করেন।

কর্মশালায় প্রধান অতিথির বক্তব্যে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. এএফএম আবদুল মঈন বলেন, 'আগে বিশ্ববিদ্যালয়ে পরীক্ষায় নকল, প্রাতিষ্ঠানিক অসততার মতো অনেক ঘটনা ঘটতো। পরবর্তীতে আমরা বুকলেটের মাধ্যমে এ ধরনের অপরাধের কোন ধরনের শাস্তি হতে পারে এ সম্পর্কে শিক্ষার্থীদের অবগত করার চেষ্টা করেছি। ফলে এ ধরনের ঘটনা অনেক কমে এসেছে।'

তিনি বলেন, 'একজন শিক্ষক হিসেবে আপনাদের অবস্থান সবার উপরে। কিন্তু এর মানে এই না যে, আপনারা নিয়মের বাইরে। আপনারা সবসময় শিক্ষার্থীদের এ বিষয়ে জানাবেন। ভবিষ্যতে এ ধরনের আরও সেশনের আয়োজন হবে।'

আইকিউএসির পরিচালক অধ্যাপক ড. মো. রাশিদুল ইসলাম শেখ বলেন, 'আমরা প্রত্যেকটি বিভাগে বলে দিয়েছি ফাইনাল পরীক্ষার পূর্বে ইনকোর্সের নাম্বার ঝুলিয়ে দিতে হবে। কোনো কারণে না ঝুলাতে পারলে অনলাইনে শিক্ষার্থীদের গ্রুপে দিয়ে দিতে হবে। সবাই আইন মেনে চললে বিশ্ববিদ্যালয়ের চলার পথ মসৃন হবে।'

এছাড়া এ অনুষ্ঠানে রিসোর্স পারসন হিসেবে উপস্থিত ছিলেন, বিশ্ববিদ্যালয়ের কোষাধ্যক্ষ অধ্যাপক ড. মো. আসাদুজ্জামান, বিশ্ববিদ্যালয়ের পরীক্ষা নিয়ন্ত্রক দপ্তরের ভারপ্রাপ্ত পরিচালক মোহাম্মদ নুরুল করিম চৌধুরী প্রমুখ।
উত্তরণবার্তা/এআর

  মন্তব্য করুন
     FACEBOOK