শুক্রবার, ১৭ মে ২০২৪, ৩ জ্যৈষ্ঠ ১৪৩১
ঢাকা সময়: ১৭:১১
ব্রেকিং নিউজ

ঢাবির শীতকালীন ও গ্রীষ্মকালীন ছুটিতে পরিবর্তন

ঢাবির শীতকালীন ও গ্রীষ্মকালীন ছুটিতে পরিবর্তন

উত্তরণবার্তা প্রতিবেদক : ঢাকা বিশ্ববিদ্যালয়ের শীতকালীন ও গ্রীষ্মকালীন ছুটিতে পরিবর্তন এনেছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। আগামী ডিসেম্বরে শুরু হতে যাওয়া শীতকালীন ছুটি ও আগামী বছরের মে মাসের গ্রীষ্মকালীন ছুটিতে এ পরিবর্তন আনা হয়েছে।বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ দফতরের এক বিজ্ঞপ্তিতে এ পরিবর্তনের কথা জানানো হয়। এতে বলা হয়, ঢাকা বিশ্ববিদ্যালয়ের একাডেমিক কার্যক্রম সুষ্ঠুভাবে পরিচালনার স্বার্থে বিশ্ববিদ্যালয়ের ২০২৩ সালের শীতকালীন ছুটি আংশিক পরিবর্তন করে ডিসেম্বর ১০ থেকে ১৩ তারিখের পরিবর্তে ডিসেম্বর ২৬ থেকে ৩১ তারিখ এবং ২০২৪ সালের গ্রীষ্মকালীন ছুটি আংশিক পরিবর্তন করে মে ২৬ থেকে ৩০ তারিখের পরিবর্তে জুন ২৪ থেকে ৩০ তারিখ করা হয়েছে।

উল্লেখ্য, শীতকালীন ও গ্রীষ্মকালীন ছুটি বাতিল বা কর্তন করা হয়নি। ঢাকা বিশ্ববিদ্যালয়ের একাডেমিক ক্যালেন্ডার-২০২৪ প্রণয়ন কমিটির সুপারিশ অনুযায়ী গত ২ নভেম্বর অনুষ্ঠিত একাডেমিক কাউন্সিলের সভায় এই সিদ্ধান্ত নেয়া হয় বলে বিজ্ঞপ্তিতে জানানো হয়।
উত্তরণবার্তা/এআর

 

  মন্তব্য করুন
     FACEBOOK