বুধবার, ২২ মে ২০২৪, ৭ জ্যৈষ্ঠ ১৪৩১
ঢাকা সময়: ০৩:১৩

২২ বছরে বিদেশি মিশন থেকে প্রায় ৩৫০ কোটি মার্কিন ডলার আয়

২২ বছরে বিদেশি মিশন থেকে প্রায় ৩৫০ কোটি মার্কিন ডলার আয়

উত্তরণবার্তা ডেস্ক : বিগত বাইশ অর্থ বছরে বাংলাদেশ সশস্ত্র বাহিনী বিদেশি মিশন থেকে প্রায়  ৩৫০ কোটি মার্কিন ডলার আয় করেছে। এ তথ্য জানিয়েছেন আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রী আনিসুল হক।
 
 
বৃহস্পতিবার (২ নভেম্বর) জাতীয় সংসদের অধিবেশনে আওয়ামী লীগের সংসদ সদস্য মো. হাবিবর রহমানের লিখিত প্রশ্নের উত্তরে আইনমন্ত্রী আনিসুল হক এ তথ্য জানান।
 
ডেপুটি স্পিকার শামসুল হক টুকুর সভাপতিত্বে বৃহস্পতিবার এ ব্যাপারে প্রশ্ন টেবিলে উত্থাপিত হয়।
 
আনিসুল হক বলেন, বাংলাদেশ সশস্ত্র বাহিনী বৈদেশিক মিশন থেকে ২০০০-০১ অর্থবছর হতে ২০২২-২৩ অর্থবছর পর্যন্ত মোট ৩৪৬, ৩৩, ৫৭, ১০৩.০৯ (তিনশত ছেচল্লিশ কোটি তেত্রিশ লাখ সাতান্ন হাজার একশ তিন দশমিক শূন্য সাত) মার্কিন ডলার আয় করেছে। যা বাংলাদেশি মুদ্রায় ২৭৯৪১, ৬৩০, ৩১৩৭.৮১ (সাতাশ হাজার নয়শ একচল্লিশ কোটি তেষট্টি লাখ তিন হাজার একশ সাঁইত্রিশ দশমিক আট এক) টাকা।
 
বৈদেশিক মুদ্রা আয়ের ক্ষেত্রে বার্ষিক গড় ১৫, ০৫, ৮০, ৭৪৩.৬১ (পনেরো কোটি পাঁচ লাখ আশি হাজার সাতশ তেতাল্লিশ দশমিক ছয় এক) মার্কিন ডলার যা বাংলাদেশি মুদ্রায় ১২১৪, ৮৫, ৩৪, ৯১৯.০৪ (একহাজার দুইশত চৌদ্দ কোটি পঁচাশি লাখ চৌত্রিশ হাজার নয়শত উনিশ দশমিক শূন্য চার) টাকা।
উত্তরণবার্তা/ডেল

  মন্তব্য করুন
     FACEBOOK
আরও সংবাদ