শুক্রবার, ১৭ মে ২০২৪, ৩ জ্যৈষ্ঠ ১৪৩১
ঢাকা সময়: ১৩:২৩

অবরোধে বাস চলাচল বন্ধ থাকবে শাবিপ্রবিতে

অবরোধে বাস চলাচল বন্ধ থাকবে শাবিপ্রবিতে

উত্তরণবার্তা প্রতিবেদক  :  বিএনপি-জামায়াতের ডাকা অবরোধের কারণে  ৩১ অক্টোবর মঙ্গলবার থেকে ২ নভেম্বরবৃহস্পতিবার পর্যন্ত তিনদিন বাস চলাচল বন্ধ রাখার সিদ্ধান্ত নিয়েছে শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় প্রশাসন। ৩০ অক্টোবর সোমবার রাতে বিষয়টি সাংবাদিকদের নিশ্চিত করেছেন বিশ্ববিদ্যালয়ের পরিবহন প্রশাসক অধ্যাপক মোহাম্মদ আনোয়ার হোসেন।

আনোয়ার হোসেন বলেন, দেশব্যাপী তিনদিনের অবরোধ কর্মসূচি ঘোষণার করেণে।সার্বিক দিক বিবেচনায় বিশ্ববিদ্যালয়ের বাস চলাচল বন্ধ থাকবে। বাস চলাচলের শিডিউলের বিষয়ে পরবর্তীতে নির্দেশনা দেওয়া হবে। এদিকে, গত ২৮ অক্টোবর বিশ্ববিদ্যালয়ের একাডেমিক কাউন্সিলে এক জরুরি সভায় দেশের যেকোন অস্থিতিশীল পরিস্থিতিতে সব ক্লাস অনলাইনে নেয়া হবে বলে জানিয়েছেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ফরিদ উদ্দিন আহমেদ।

উপাচার্য অধ্যাপক ফরিদ উদ্দিন জানান, বিশ্ববিদ্যালয়ের নিয়ন্ত্রণের বাইরে দেশের যে কোনো অস্থিতিশীল পরিস্থিতিতে সব ধরণের ক্লাস অনলাইনে নেয়া হবে। তবে সব পরীক্ষা ও ব্যবহারিক ক্লাসগুলো অফলাইনে নেয়া হবে। সেক্ষেত্রে শিক্ষকরা শিক্ষার্থীদের সঙ্গে সমন্বয় করে ক্লাস নেবেন।
উত্তরণবার্তা/এআর

  মন্তব্য করুন
     FACEBOOK