শুক্রবার, ১৭ মে ২০২৪, ৩ জ্যৈষ্ঠ ১৪৩১
ঢাকা সময়: ১৮:২৪
ব্রেকিং নিউজ

রাবিতে চলছে ৭ দিনব্যাপী প্রকাশনা উৎসব

রাবিতে চলছে ৭ দিনব্যাপী প্রকাশনা উৎসব

উত্তরণবার্তা প্রতিবেদক : রাজশাহী বিশ্ববিদ্যালয়ে (রাবি) উত্তরয়ণ প্রকাশনীর উদ্যোগে শুরু হয়েছে প্রকাশনা উৎসব ও সাহিত্য কথন। বিশ্ববিদ্যালয়ের সৈয়দ ইসমাইল হোসেন সিরাজী একাডেমিক ভবনের সামনে গত ২৭ অক্টোবর শুক্রবারে শুরু হয় এ উৎসব। চলবে আগামী ২ নভেম্বর পর্যন্ত।

সরেজমিনে গিয়ে দেখা যায়, উত্তরয়ণ, সংহতি, ম্যাজিক লন্ঠনসহ বিভিন্ন প্রকাশনীর বইয়ের দোকান রয়েছে। আয়োজন আরও আকর্ষণীয় করতে প্রিয়জনকে পাঠানোর জন্য গাছের সঙ্গে চিঠির বক্স রাখা হয়েছে। স্টলের চারপাশে দড়ি টানিয়ে সেগুলোতে বিভিন্ন লেখকের মন্তব্য কাগজে লিখে টানানো হচ্ছে। বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন বিভাগের বইপ্রেমী শিক্ষার্থীদের এ উৎসবে স্বতঃস্ফুর্ত অংশগ্রহণ করতে দেখা গেছে।

শিক্ষার্থীদের সাড়া কেমন পাচ্ছেন জানতে চাইলে উত্তরয়ণ প্রকাশনীর স্টলের দায়িত্বে থাকা সন্তু বলেন, গতকাল হরতালের কারণে অনেক শিক্ষার্থী ক্লাসে আসে নি। তবে গতকালের (রোববার) তুলনায় আজ শিক্ষার্থীদের সাড়া বেশি পাচ্ছি। আমাদের কাছে সাহিত্য, ইতিহাসসহ সব রকম বই আছে।

নাট্যকলা বিভাগের শিক্ষার্থী উদয়ন কর্মকার বলেন, বই পড়তে ভালো লাগে, সে জায়গা থেকেই উৎসবে আসা। ক্যাম্পাসে অনেকদিন পর বইয়ের এমন বিস্তৃত আয়োজন দেখে ভালো লাগছে। ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিভাগের শিক্ষার্থী সানজিদা শাম্মি বলেন, ক্লাসে এসে শুনলাম বইয়ের স্টল বসেছে। আর আমার হুমায়ুন আহমেদের লেখা ভালো লাগে। তাঁর লেখা বইগুলো দেখছি। যেটা নেওয়ার মতো মনে হবে, সেটা নিব৷
উত্তরণবার্তা/এআর

  মন্তব্য করুন
     FACEBOOK