শুক্রবার, ১৭ মে ২০২৪, ৩ জ্যৈষ্ঠ ১৪৩১
ঢাকা সময়: ১৮:২৪
ব্রেকিং নিউজ

পূজা শেষে রোববার খুলেছে কুবি

পূজা শেষে রোববার খুলেছে কুবি

উত্তরণবার্তা প্রতিবেদক : হিন্দু ধর্মাবলম্বীদের শারদীয় দুর্গোৎসব উপলক্ষে কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের (কুবি) দেয়া নয় দিনের ছুটি শেষ হয়েছে। ২৯ অক্টোবর রোববার থেকে যথারীতি বিশ্ববিদ্যালয়র অ্যাকাডেমিক ও প্রশাসনিক কার্যক্রম শুরু হয়েছে।

বিষয়টি নিশ্চিত করে বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার (ভারপ্রাপ্ত) মোহাম্মদ আমিরুল হক চৌধুরী বলেন, ‘বিশ্ববিদ্যালয়ের ক্যালেন্ডার অনুযায়ী যথারীতি ২৯ অক্টোবর রোববার থেকেই একাডেমিক ও প্রশাসনিক কার্যক্রম চলবে।’

বিএনপি-জামায়াতের ডাকা সকাল সন্ধ্যা হরতালের বিষয়ে তিনি বলেন, ’হরতালের জন্য বিশ্ববিদ্যালয়ের অ্যাকাডেমিক ও প্রশাসনিক কার্যক্রমের উপর কোনো প্রভাব পড়বে না।’

এর আগে, বিশ্ববিদ্যালয়ের ক্যালেন্ডার অনুযায়ি পূজা উপলক্ষে গত ২২ অক্টোবর থেকে ২৬ অক্টোবর পর্যন্ত প্রশাসনিক এবং অ্যাকাডেমিক কার্যক্রম বন্ধ ছিল। তবে বন্ধের আগে ও পরে শুক্রবার ও শনিবার সাপ্তাহিক ছুটি থাকায় সর্বমোট নয় দিন বন্ধ পায় শিক্ষার্থীরা।
উত্তরণবার্তা/এআর

  মন্তব্য করুন
     FACEBOOK