রবিবার, ১৯ মে ২০২৪, ৫ জ্যৈষ্ঠ ১৪৩১
ঢাকা সময়: ০৭:২৭
ব্রেকিং নিউজ

সাবেক প্রতিমন্ত্রী জিনাতুন নেসা তালুকদার মারা গেছেন

সাবেক প্রতিমন্ত্রী জিনাতুন নেসা তালুকদার মারা গেছেন

উত্তরণবার্তা প্রতিবেদক : সাবেক প্রতিমন্ত্রী ও বীর মুক্তিযোদ্ধা অধ্যাপিকা জিনাতুন নেসা তালুকদার মারা গেছেন। তিনি রাজশাহী জেলা আওয়ামী লীগের সদস্য ছিলেন।২৯ অক্টােবর রোববার ভোর সাড়ে ৫টায় রাজধানী ঢাকার একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান তিনি। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৭৬ বছর।

জিনাতুন নেসা তালুকদারের ছেলে মাহমুদ হাসান ফয়সল সজল বলেন, ‘আম্মা অনেক দিন ধরেই অসুস্থ ছিলেন। ঢাকায় হাসপাতালে নিয়ে তাকে লাইফ সাপোর্টে রাখা হয়েছিল। ভোরে তিনি মারা যান।’তিনি জানান, আগামীকাল (সোমবার) বাদ জোহর রাজশাহী নগরীর টিকাপাড়া ঈদগাহ মাঠে তার জানাজা অনুষ্ঠিত হবে। এরপর রাজশাহী নগরীর হেতমখাঁ গোরস্তানে দাফন করা হবে।

বীর মুক্তিযোদ্ধা জিনাতুন নেসা তালুকদার ১৯৯৭ সালে তৎকালীন রাজশাহীর বাগমারা-মোহনপুর সংসদীয় আসন থেকে সংসদ সদস্য নির্বাচিত হন। এরপর তিনি প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী হন। পরে মহিলা ও শিশু বিষয়ক প্রতিমন্ত্রীর দায়িত্ব পালন করেন তিনি।
উত্তরণবার্তা/এআর

  মন্তব্য করুন
     FACEBOOK
আরও সংবাদ