সোমবার, ২০ মে ২০২৪, ৫ জ্যৈষ্ঠ ১৪৩১
ঢাকা সময়: ০৪:০৯
ব্রেকিং নিউজ
নাইকো দুর্নীতি মামলা

২৮ অক্টোবর সাক্ষ্য দিতে আসছেন কানাডার ২ পুলিশ

২৮ অক্টোবর সাক্ষ্য দিতে আসছেন কানাডার ২ পুলিশ

উত্তরণবার্তা  প্রতিবেদক : নাইকো দুর্নীতি মামলায় সাক্ষ্য দিতে আগামী ২৮ অক্টোবর ঢাকায় আসছেন কানাডিয়ান পুলিশের দুই কর্মকর্তা। এদিকে ৩ বিদেশি সাক্ষীর দেশে আসার আদেশ বাতিল চেয়ে হাইকোর্টে আবেদন করেছে আসামিপক্ষ।বুধবার বিএনপির আইন সম্পাদক কায়সার কামাল এ আবেদন করেন। শুনানিতে অ্যাটর্নি জেনারেলের উপস্থিত থাকার এখতিয়ার নিয়েও প্রশ্ন তোলেন তিনি।

গত ১৭ সেপ্টেম্বর নাইকো দুর্নীতি মামলায় বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়াসহ আসামিদের বিরুদ্ধে সাক্ষ্য দিতে যুক্তরাষ্ট্রের এফবিআই এবং কানাডার রয়্যাল মাউন্টেড পুলিশের তিন কর্মকর্তাকে দেশে আনার অনুমতি দেন কেরাণীগঞ্জে অবস্থিত বিশেষ জজ আদালত। খালেদা জিয়ার আইনজীবীরা এর বিরোধীতা করলে তা খারিজ করেন বিচারক।

ওই আদেশ চ্যালেঞ্জ করেই বুধবার হাইকোর্টে আবেদন করেছেন খালেদা জিয়ার আইনজীবী। একইসঙ্গে বিশেষ জজ আদালতে মামলার শুনানিতে অ্যাটর্নি জেনারেলের উপস্থিত থাকার এখতিয়ার নিয়েও প্রশ্ন তোলেন তাঁরা।খালেদা জিয়ার আইনজীবী ও বিএনপির আইন সম্পাদক কায়সার কামাল সাংবাদিকদের বলেন, ‘রাষ্ট্রের অ্যাটর্নি জেনারেলের কোনো এখতিয়ার নেই দুদক সংক্রান্ত মামলায় যাওয়ার বা থাকার। দুদকের আইনে সুস্পষ্টভাবে দেয়া আছে, এটি একটি স্বাধীন সংস্থা।’এমন অভিযোগের জবাবে অ্যাটর্নি জেনারেল এ এম আমিন উদ্দিন বলছেন, সাংবিধানিক ক্ষমতা বলেই দেশের যে কোনো আদালতে উপস্থিত হতে পারেন তিনি।

অ্যাটর্নি জেনারেল বলেন, ‘বিদেশি সাক্ষীদের বিষয়ে ওনাদের এত ভয় কেন? ওনাদের তো অবশ্যই ওয়েলকাম করা উচিত। কারণ, বিদেশিরা তো কারও পক্ষে এসে বলবে না। তারা যেটা সত্য, সেটাই বলবে। সংবিধানের সাথে অন্য কোনো আইনের যদি সাংঘর্ষিক হয়, সেই আইনটা বাতিল হবে। সেখানে সংবিধানে কি বলা আছে? ৬৪–তে অ্যাটর্নি জেনারেলের নিয়োগ হয়, ৬৪–এর–৩–এ বলা হচ্ছে বাংলাদেশের যে কোনো আদালতে অ্যাটর্নি জেনারেল বক্তব্য রাখার অধিকারী।’২০০৭ সালের ৯ ডিসেম্বর খালেদা জিয়াসহ ৫ জনের বিরুদ্ধে কানাডিয়ান প্রতিষ্ঠান নাইকোর সঙ্গে অস্বচ্ছ চুক্তির মাধ্যমে রাষ্ট্রের আর্থিক ক্ষতিসাধন ও দুর্নীতির অভিযোগে মামলা করে দুদক।
উত্তরণবার্তা/এআর

  মন্তব্য করুন
     FACEBOOK