শুক্রবার, ১৭ মে ২০২৪, ৩ জ্যৈষ্ঠ ১৪৩১
ঢাকা সময়: ১৬:৫২
ব্রেকিং নিউজ

ফিফা র‌্যাংকিংয়ে শীর্ষে আর্জেন্টিনা, বাংলাদেশ ১৮৯তম

ফিফা র‌্যাংকিংয়ে শীর্ষে আর্জেন্টিনা, বাংলাদেশ ১৮৯তম

উত্তরণবার্তা ডেস্ক : বিশ্বকাপ জয়ের পরও ধারাবাহিকতা ধরে রেখেছে লিওনেল মেসির দল। ফিফার প্রকাশিত সর্বশেষ র‌্যাংকিংয়ে দেখা যায়, দুয়ে থাকা ফ্রান্সের সঙ্গে ব্যবধান বাড়িয়েছে মেসিরা। কয়েক দিন আগেও আর্জেন্টিনার ঘাড়ে নিঃশ্বাস ফেলছিল কিলিয়ান এমবাপ্পের দল। গত জুলাইয়ে প্রকাশিত র‍্যাংকিংয়ে আর্জেন্টিনার সঙ্গে ফ্রান্সের ব্যবধান ছিল কেবল ০.১৯ পয়েন্টের। কিন্তু এবারের ফিফা উইন্ডোতে ছন্দ হারিয়েছে ফরাসিরা।
 
ইউরো বাছাইয়ে আয়ারল্যান্ডকে ২-০ গোলে হারালেও প্রীতি ম্যাচে ২-১ গোলে হেরেছে জার্মানির কাছে। ফলে ফ্রান্সের সঙ্গে ব্যবধান বাড়িয়ে র‍্যাংকিংয়ের শীর্ষস্থান আরো মজবুত করল লিওনেল স্কালোনির দল। চলতি মাসে বিশ্বকাপ বাছাই পর্বে ইকুয়েডরকে ১-০ ও বলিভিয়াকে ৩-০ গোলে হারিয়েছে আর্জেন্টিনা। তাতে র‍্যাংকিংয়ে ৭.৬৮ পয়েন্ট বেড়েছে তাদের।
 
১৮৫১.৪১ পয়েন্ট নিয়ে শীর্ষে আছে বর্তমান বিশ্বচ্যাম্পিয়নরা। অন্যদিকে জার্মানির কাছে হারের ফলে ২.৭৮ পয়েন্ট হারিয়েছে দিদিয়ের দেশমের দল। ১৮৪০.৭৬ পয়েন্ট নিয়ে র‍্যাংকিংয়ের দুয়েই আছে তারা। সর্বশেষ প্রকাশিত র‍্যাংকিংয়ে সেরা দশে ঢুকতে পারেনি নতুন কোনো দল। আগের মতোই তিনে ব্রাজিল, চারে ইংল্যান্ড, পাঁচে বেলজিয়াম, ছয়ে ক্রোয়েশিয়া ও সাতে আছে নেদারল্যান্ডস।
 
 
তবে এক ধাপ উন্নতি হয়েছে পর্তুগালের। ইতালিকে টপকে আটে উঠেছে ক্রিশ্চিয়ানো রোনালদোরা। দশেই রয়েছে স্পেন। চলতি মাসে বসুন্ধরা কিংস অ্যারেনায় আফগানিস্তানের বিপক্ষে দুটি প্রীতি ম্যাচ খেলেছে বাংলাদেশ। দুটি ম্যাচই ড্র হলেও র‍্যাংকিংয়ে কোনো পরিবর্তন হয়নি। আগের মতোই লাল-সবুজ জার্সিধারীরা আছে ১৮৯তম অবস্থানে।
উত্তরণবার্তা/এসএ
 

  মন্তব্য করুন
     FACEBOOK
আরও সংবাদ