শুক্রবার, ১৭ মে ২০২৪, ৩ জ্যৈষ্ঠ ১৪৩১
ঢাকা সময়: ১৭:৩৯
ব্রেকিং নিউজ

তানজিম সাকিবের ভুল স্বীকার, বিসিবির সতর্ক বার্তা

তানজিম সাকিবের ভুল স্বীকার, বিসিবির সতর্ক বার্তা

উত্তরণবার্তা ডেস্ক : জাতীয় দলে স্বপ্নের মত অভিষেক হলেও তানজিম সাকিব এরই মাঝে পড়ে গেছেন তীব্র সমালোচনার মুখে। তবে মাঠের খেলার কোনো কারণে নয়, তানজিম সমালোচনার মুখে পড়েছেন তার পুরনো কিছু ফেসবুক পোস্টের কারণে। এসব পোস্টে নারীদের প্রতি তার বিদ্বেষমূলক মনোভাব বেরিয়ে এসেছে। একই সঙ্গে মহান বিজয় দিবস, জাতীয় সংগীতের প্রতিও তার বিরূপ মনোভাব এখন সর্বজনবিদিত। কয়েক দিন ধরে বিষয়টি মিডিয়ায় তোলপাড় হচ্ছে। বিষয়টি নজর এড়ায়নি বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি)। 
 
দেশীয় ক্রিকেটের সর্বোচ্চ নিয়ন্ত্রক সংস্থা কথা বলেছে সাকিবের সঙ্গে। সেখানে নিজের ভুল স্বীকার করেছেন তানজিম সাকিব। ভবিষ্যতে এমন কিছু করবেন না বলে কথা দিয়েছেন। বিসিবিও তাকে মনিটরিং করবেন। এমনটাই জানিয়েছেন বিসিবির ক্রিকেট পরিচালনা কমিটির চেয়ারম্যান জালাল ইউনুস।
 
মঙ্গলবার মিরপুর শেরে বাংলা ক্রিকেট স্টেডিয়ামে জালাল ইউনুস বলেন, 'তানজিম সাকিবের সঙ্গে আমাদের আলাপ-আলোচনা হয়েছে। তার বক্তব্য, কাউকে আঘাত করার জন্য তিনি এমন পোস্ট করেননি। যে পোস্ট তিনি দিয়েছেন তা তার নিজের থেকে দিয়েছেন। এমন ঘটনায় সাকিব নিজেও অনুতপ্ত।'
 
জালাল ইউনুস আরও বলেন, আমরা তাকে সতর্ক করেছি। ভবিষ্যতে এমন কিছু করবেন না বলে কথা দিয়েছেন সাকিব। এরপর থেকে ফেসবুকে এমন পোস্ট দিলে সেটা ক্রিকেট বোর্ড থেকে মনিটর করা হবে।' সাকিবের এমন কাণ্ডে দুঃখ প্রকাশ করেছে তার পরিবারও। জালাল ইউনুস জানান, তানজিম সাকিবের পরিবারও খুব শঙ্কিত। এমন একটা পরিস্থিতি হবে সেটা আশা করেননি তারা। তারা সাকিবের এমন কাণ্ডে দুঃখ প্রকাশ করেছে।'
উত্তরণবার্তা/এসএ
 
 
 
 

  মন্তব্য করুন
     FACEBOOK
আরও সংবাদ