শনিবার, ১৮ মে ২০২৪, ৪ জ্যৈষ্ঠ ১৪৩১
ঢাকা সময়: ১৪:০৯
ব্রেকিং নিউজ

তথ্যমন্ত্রীর সেলফিতে ফ্রান্সের প্রেসিডেন্ট ম্যাক্রোঁ

তথ্যমন্ত্রীর সেলফিতে ফ্রান্সের প্রেসিডেন্ট ম্যাক্রোঁ

উত্তরণবার্তা প্রতিবেদক : দুই দিনের রাষ্ট্রীয় সফর শেষে ঢাকা ছাড়লেন ফ্রান্সের প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রোঁ। ১১ সেপ্টেম্বর সোমবার দুপুর ২টা ৪৮ মিনিটে রাজধানীর হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে বিশেষ ফ্লাইটে প্যারিসের উদ্দেশে রওনা হন ম্যাক্রোঁ। এমানুয়েল ম্যাক্রোঁ ঢাকা ছাড়ায় আগে তার পুরো সফরের সঙ্গী ছিলেন তথ্য ও সম্প্রচারমন্ত্রী ড. হাছান মাহমুদ। সফরের এক পর্যায়ে ম্যাক্রোঁর সঙ্গে সেলফিবন্দি হন হাছান মাহমুদ। ঢাকা ছাড়ার আগে দুপুরে তুরাগ নদীতে নৌকা ভ্রমণ করেন প্রেসিডেন্ট ম্যাক্রোঁ। ভ্রমণ শেষে হাছান মাহমুদের সঙ্গে সেলফিতে তিনি অংশ নেন। এসময় মন্ত্রীকে সেলফি তুলতে প্রেসিডেন্ট নিজে সাহায্য করেন। ফ্রান্সের প্রেসিডেন্টের মিনিস্টার ইন ওয়েটিং হিসেবে এমানুয়েল ম্যাক্রোঁর আগমন থেকে বিদায়সহ সব অনুষ্ঠানে তার সঙ্গী ছিলেন তথ্যমন্ত্রী। দুই দিনের রাষ্ট্রীয় সফরে রোববার সন্ধ্যায় ঢাকায় আসেন প্রেসিডেন্ট ম্যাক্রোঁ। বিমানবন্দরে ইমানুয়েল ম্যাক্রোঁকে ফুল দিয়ে স্বাগত জানান প্রধানমন্ত্রী শেখ হাসিনা। বিমানবন্দরে তাকে লালগালিচা সংবর্ধনা দেয়া হয়। সশস্ত্র বাহিনীর পক্ষ থেকে গার্ড অব অনার দেয়া হয় ইমানুয়েল ম্যাক্রোঁকে।

বিমানবন্দর থেকে ফ্রান্সের প্রেসিডেন্ট ইন্টারকনটিনেন্টাল হোটেলে যান। সেখানে তার সম্মানে এক নৈশভোজসভার আয়োজন করা হয়। বাংলাদেশের প্রধানমন্ত্রী আয়োজিত এই নৈশভোজে অংশ নেন ইমানুয়েল ম্যাক্রোঁ। এরপর রাষ্ট্রীয় নৈশভোজের পর রাজধানীর ধানমন্ডিতে শিল্পী রাহুল আনন্দের সংগীতালয়ে যান তিনি। পরে আজ (সোমবার) সকালে ৩২ নম্বরে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে শ্রদ্ধা নিবেদন ও বঙ্গবন্ধু স্মৃতি জাদুঘর পরিদর্শন করেন। দুপুরে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে দ্বিপক্ষীয় বৈঠক করেন ফ্রান্সের ২৫তম প্রেসিডেন্ট। রাষ্ট্রীয় সফরের সব আনুষ্ঠানিকতা শেষে ঢাকা ছাড়েন ইমানুয়েল ম্যাক্রোঁ। ১১ সেপ্টেম্বর সোমবার ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে বিশেষ ফ্লাইটে প্যারিসের উদ্দেশে রওনা হন ম্যাক্রোঁ। বিমানবন্দরে ইমানুয়েল ম্যাক্রোঁকে বিদায় জানান পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেন ও তথ্য ও সম্প্রচারমন্ত্রী হাছান মাহমুদ।
উত্তরণবার্তা/এআর



 

  মন্তব্য করুন
     FACEBOOK