সোমবার, ২০ মে ২০২৪, ৬ জ্যৈষ্ঠ ১৪৩১
ঢাকা সময়: ১৯:৪৬
ব্রেকিং নিউজ

মন ভালো রাখবে যে গাছ

মন ভালো রাখবে যে গাছ

উত্তরণ বার্তা ডেস্ক : দিন দিন বাড়ছে বাড়িতে বনসাই গাছ লাগানোর চল। কখনও শোয়ার ঘরের কোণে, তো কখনও খাওয়ার টেবিলের উপরেই সে সব গাছ সাজানো থাকছে। বনসজ্জ গৃহসজ্জার নতুন চল তো বটেই তবে এর পিছনেও বেশ কিছু কারণ আছে।

 মানসিক চাপ কমে:
চোখের সামনে সবুজ দেখতে পেলে মানসিক চাপ কিছুটা নিয়ন্ত্রণে থাকে বলে মনে করেন চিকিৎসকেরা। চার দিকে সবুজ যত কমছে, এ ভাবেই গাছ লাগানোর চল তত বাড়ছে ঘরে ঘরে।

ঘরের ভিতরের হাওয়া বিশুদ্ধ:
প্রতি ঘরে গাছ থাকলে দূষিত বায়ু কম চলাচল করে বাড়ির অন্দরে। ফলে শরীরের জন্য বনসাই গাছ রাখা খুবই জরুরি।

যত্ন নেয়া সহজ:
এই ধরনের গাছের যত্ন নেয়াও খুব কঠিন নয়। অনেকে গাছ লাগাতে ভালবাসলেও যথেষ্ট সময় পান না বাগান করার। কিন্তু বনসাই গাছের পিছনে বেশি সময় দিতে হয় না। সামান্য আলো-পানি পেলেই সুখে থাকে গাছ। দেরি না করে এ বারই নিজের ঘর সাজিয়ে ফেলুন বনসাই গাছে।
উত্তরণ বার্তা/এআর

  মন্তব্য করুন
     FACEBOOK
আরও সংবাদ