রবিবার, ০৫ মে ২০২৪, ২১ বৈশাখ ১৪৩১
ঢাকা সময়: ০০:৪১
ব্রেকিং নিউজ

খেলা হবে অর্থপাচারের বিরুদ্ধে, লুটপাটের বিরুদ্ধে : ওবায়দুল কাদের

খেলা হবে অর্থপাচারের বিরুদ্ধে, লুটপাটের বিরুদ্ধে : ওবায়দুল কাদের

উত্তরণবার্তা প্রতিবেদক : বিএনপির উদ্দেশে প্রশ্ন রেখে আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেছেন, আগামী নির্বাচনে তোমাদের প্রাইম মিনিস্টার প্রার্থী কে? হু ইজ ইউর লিডার? হু ইজ ইউর প্রাইম মিনিস্টার ক্যান্ডিডেট? আমাদের তো শেখ হাসিনা আছেন। আমরা ঘোষণা দিচ্ছি আগামী দিনে আমাদের প্রাইম মিনিস্টার ক্যান্ডিডেট শেখ হাসিনা। তোমাদের কে? চোরা তারেক..ষড়যন্ত্রকারী...গ্রেনেড হামলাকারী তোমাদের নেতা। 
 
শনিবার রাজধানীর আগারগাঁওয়ে এক্সপ্রেসওয়ের উদ্বোধন উপলক্ষে আয়োজিত সমাবেশে এসব কথা বলেন তিনি।বিরোধীদের হুশিয়ার করে ওবায়দুল কাদের বলেন,  খেলা হবে, ফাইনাল লড়াই। ডিসেম্বরে ফাইনাল লড়াই। নেতাকর্মীদের উদ্দেশে তিনি বলেন, পারবেন তো? খেলতে পারবেন তো? নিশ্চয়ই পারবেন। তিনি বলেন, ওদের হাতে শোকের পতাকা। আমাদের হাতে থাকবে বঙ্গবন্ধুর রেখে যাওয়া বিজয়ের পতাকা। শেখ হাসিনার নেতৃত্বে আমরা সফলতার সোনালী বন্দরে পৌছব। 
 
সেতুমন্ত্রী বলেন, খেলা হবে অর্থপাচারের বিরুদ্ধে, লুটপাটের বিরুদ্ধে। সাম্প্রদায়িকতার বিরুদ্ধে। বিএনপির সমালোচনা করে ওবায়দুল কাদের বলেন, বিএনপি নেতারা কোথায় আছ? ঘরে বসে হিন্দি সিরিয়াল দেখ। আন্দোলনের ফাঁকে ফাঁকে ঘরে এসির নিচে বসে সিরিয়াল দেখে। উকিঝুকি দিয়ে খোঁজ নেন বাইরে পুলিশ আছে কিনা? এরা হচ্ছে কাপুরুষ নেতা। এক কাপুরুষ দেশ থেকে পালিয়ে গেছে। পালিয়ে যায় নাই? তারেক রহমান মুচলেকা দিয়ে পালিয়ে গেছে। লন্ডনে বাস করে। সে নাকি বাংলাদেশের বীর!আন্দোলনের নেতা। এই লুটপাটকারীকে বাংলাদেশের মানুষ কেন নেতা মানবে?
 
মার্কিন ভিসানীতি নিয়ে ওবায়দুল কাদের বলেন, নিষেধাজ্ঞা আর ভিসানীতি। কালকে দেখলাম সিয়েরালিওনে ভিসানীতি এসে গেছে। এ কারণে বিএনপি নেতাদের মধ্যে উল্লাস দেখা গেছে। সিয়েরালিওন যা করেছে তোমরা (বিএনপি) তা করেছ। ১৫ ফেব্রুয়ারির নির্বাচন করেছ। ১ কোটি ২০ লাখ ভুয়া ভোটার করেছ।
 
তিনি বলেন, আমাদেরকে সিয়েরা লিওনের কথা বলে লাভ নেই। গ্যাবনের কথা বলে লাভ নেই। আমরা সঠিক পথেই আছি। ওবায়দুল কাদের বলেন, আমরা প্রহসনের নির্বাচন করব না। আমরা ফ্রি, ফেয়ার, ক্রেডিবল ইলেকশন করব। সুতরাং খেলা হবে। খেলা তো মাঠের খেলা নয়। এটা রাজনীতির খেলা। দুর্বৃত্তদের বিরুদ্ধে রাজনীতির খেলা। এসময় ওবায়দুল কাদের স্লোগান ধরেন আরেকবার দরকার শেখ হাসিনার সরকার। নৌকা নৌকা। এসময় নেতাকর্মীরা সমস্বরে এ কথা বলেন। 
 উত্তরণবার্তা/এসএ
 
 
 

  মন্তব্য করুন
     FACEBOOK