রবিবার, ১৯ মে ২০২৪, ৪ জ্যৈষ্ঠ ১৪৩১
ঢাকা সময়: ০৩:১৫
ব্রেকিং নিউজ

চট্টগ্রামের গহীন পাহাড়ে অস্ত্র তৈরির কারখানায় অভিযান, ২ কারিগর আটক

চট্টগ্রামের গহীন পাহাড়ে অস্ত্র তৈরির কারখানায় অভিযান, ২ কারিগর আটক

উত্তরণবার্তা প্রতিবেদক : চট্টগ্রামের সীতাকুন্ড উপজেলার গহীন পাহাড়ি এলাকায় একটি আগ্নেয়াস্ত্র তৈরির কারখানায় অভিযান চালিয়েছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)। এসময় তিনটি আগ্নেয়াস্ত্র এবং বিপুল পরিমাণ অস্ত্র তৈরির সরঞ্জাম জব্দ করা হয়। একই সঙ্গে অস্ত্র তৈরির কাজে জড়িত থাকার অভিযোগে দু'জন কারিগরকে আটক করা হয়।বুধবার র‌্যাব-৭ এর পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। গতকাল মঙ্গলবার  সীতাকু- উপজেলার ছিন্নমূল পাথরিঘোনা এলাকায় এ অভিযান পরিচালনা করে র‌্যাব।আটককৃত ব্যক্তিরা হলেন- ছিন্নমূল এলাকার নুরুল আলমের ছেলে মো. জাহাঙ্গীর আলম (৩৯) এবং একই এলাকার মো. ইউসুফের ছেলে মো. ইমন (২৪)।

র‌্যাব জানায়, নির্দিষ্ট তথ্যের ভিত্তিতে ছিন্নমূল এলাকায় দীর্ঘদিন ধরে গোয়েন্দা তৎপরতা চালায় তারা। এলাকাটি দুর্গম হওয়ায় সেখানে অপরিচিত কাউকে দেখলেই অস্ত্র তৈরির সঙ্গে জড়িতরা সতর্ক হয়ে যেতেন। এ কারণে অভিযুক্তদের অবস্থান শনাক্ত করা ছিল কঠিন বিষয়। সর্বশেষ র‌্যাবের একটি দল পাহাড়ি এলাকার ভেতর দিয়ে বিশেষ কৌশলে ঘটনাস্থলে প্রবেশ করে। এরপর র‌্যাব কারখানার অবস্থান নিশ্চিত হয়ে বাগান বাড়ির টিনের দোচালা ঘরে অভিযান পরিচালনা করে আগ্নেয়াস্ত্র ও অস্ত্র তৈরির সরঞ্জামসহ দুজনকে আটক করে।

চট্টগ্রাম র‌্যাবের সিনিয়র সহকারী পরিচালক তাপস কর্মকার বলেন, আটক হওয়া ব্যক্তিদের প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা যায়, তারা ৮ বছর ধরে আগ্নেয়াস্ত্র তৈরি করে স্থানীয় জলদস্যু, মাদক ব্যবসায়ী এবং ডাকাত দলের সদস্যদের  কাছে বিক্রি করে আসছেন। আইনশৃঙ্খলা বাহিনীর দৃষ্টি এড়াতে তারা মাঝে মাঝে লোক দেখানো কৃষি কাজ করে থাকেন। আটক হওয়া জাহাঙ্গীর আলমের বিরুদ্ধে সীতাকু- থানায় অস্ত্র, বিস্ফোরক দ্রব্য, ডাকাতির প্রস্তুতি ও মাদকসহ মোট ৮টি মামলা আছে। আইনানুগ ব্যবস্থা নেওয়ার জন্য তাদের সীতাকুন্ড থানায় হস্তান্তর করা হয়েছে।
উত্তরণবার্তা/এআর

  মন্তব্য করুন
     FACEBOOK