সোমবার, ০৬ মে ২০২৪, ২৩ বৈশাখ ১৪৩১
ঢাকা সময়: ০৬:১৭
ব্রেকিং নিউজ

যেভাবে বানাবেন সুস্বাদু কমলাভোগ

যেভাবে বানাবেন সুস্বাদু কমলাভোগ

উত্তরণবার্তা ডেস্ক : বাড়িতেই তৈরি করতে পারেন চমৎকার স্বাদের সব মিষ্টি। তার মধ্যে একটি হলো কমলাভোগ। কমলা রঙের ও কমলার স্বাদের এই মিষ্টি তৈরি করতে পারবেন খুব সহজেই। যেকোনো উৎসব-আয়োজনে রাখতে পারেন সুস্বাদু এই মিষ্টি। চলুন তবে জেনে নেয়া যাক যেভাবে বানাবেন  সুস্বাদু কমলাভোগ।

তৈরি করতে যা লাগবে :

রসগোল্লার ছানা- ১ কাপ

চিনি- ২ চা চামচ

ময়দা- ১ চা চামচ

কমলালেবু- ১ টি পাতলা করে কেটে নেওয়া

কমলালেবুর রস- ১ কাপ

অরেংঞ্জ ফুড কালার- সামান্য

চিনি- ২ কাপ

পানি- ৪ কাপ।

যেভাবে তৈরি করবেন :

ছানার সঙ্গে চিনি, ময়দা মিশিয়ে হাতের তালুর সাহায্যে ভালোভাবে মথে নিন। সমান সাইজের বল বানিয়ে নিন। একটি পাত্রে পানি , চিনি, কমলার রস দিয়ে ফুটিয়ে নিন। ফুটে উঠলে ছানার মিষ্টি ছেড়ে দিন। ঢাকনা দিয়ে ঢেকে ১০ মিনিট বেশি আঁচে জ্বাল দিন। ১০ মিনিট পর ঢাকনা খুলে কমলালেবুর টুকরাগুলো দিয়ে দিন এবং আঁচ মিডিয়াম লো করে রাখুন আধা ঘণ্টা। আধা ঘণ্টা পর চুলার আঁচ বন্ধ করে পাত্রটি চুলা থেকে সরিয়ে অন্য জায়গাতে রাখুন। ৩/৪ ঘণ্টা পর পরিবেশন করুন কমলাভোগ।
উত্তরণবার্তা/এআর

  মন্তব্য করুন
     FACEBOOK