মঙ্গলবার, ২১ মে ২০২৪, ৭ জ্যৈষ্ঠ ১৪৩১
ঢাকা সময়: ১০:২৬
ব্রেকিং নিউজ

শহীদের রক্তের সংবিধান বদলাতে চায় বিএনপি : আমির হোসেন আমু

শহীদের রক্তের সংবিধান বদলাতে চায় বিএনপি   :  আমির হোসেন আমু

উত্তরণবার্তা প্রতিবেদক : মুক্তিযুদ্ধের ৩০ লাখ শহীদের রক্তের বিনিময়ে যে সংবিধান তৈরি হয়েছে, ক্ষমতায় আসার জন্য বিএনপি তা বদলে ফেলতে চায় বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের উপদেষ্টামণ্ডলীর সদস্য আমির হোসেন আমু। সকালে জাতীয় প্রেস ক্লাবে বাংলাদেশ সাম্যবাদী দলের আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

আমু বলেন, সংবিধান মেনে সরকার সব শর্ত মানতে রাজি আছে। কিন্তু বিএনপি ৩০ লাখ শহীদের রক্তের বিনিময়ে তৈরি সংবিধান পরিবর্তন করে নির্বাচনে আসতে চায়। সংবিধান অনুযায়ী দেশে অবাধ ও সুষ্ঠু নির্বাচন হবে উল্লেখ করে তিনি বলেন, পাকিস্তানের প্রেতাত্মা শক্তি শেখ হাসিনার বিরুদ্ধে ষড়যন্ত্র করছে। ১৪ দলের সমন্বয়ক আমু বলেন, কারচুপি করে ক্ষমতা দখল করে জিয়াউর রহমান ও এরশাদ ক্ষমতায় এসেছিল। আজ তারা গণতন্ত্রের কথা বলছে।
উত্তরণবার্তা/এআর

 

 

  মন্তব্য করুন
     FACEBOOK
আরও সংবাদ