বুধবার, ০১ মে ২০২৪, ১৮ বৈশাখ ১৪৩১
ঢাকা সময়: ২২:০৪

শাবিপ্রবি র ছাত্রহলে বিশেষায়িত কক্ষের উদ্বোধন

শাবিপ্রবি র ছাত্রহলে বিশেষায়িত কক্ষের উদ্বোধন

উত্তরণবার্তা প্রতিবেদক : সিলেটের শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (শাবিপ্রবি) বিশেষ চাহিদা সম্পন্ন ছাত্রদের জন্য বিশেষায়িত একটি কক্ষের উদ্বোধন করা হয়েছে। সোমবার সকালে কক্ষটির উদ্বোধন করেন শাবিপ্রবি'র উপাচার্য অধ্যাপক ফরিদ উদ্দিন আহমেদ।বিশ্ববিদ্যালয়ের  সৈয়দ মুজতবা আলী হলে বিশেষ চাহিদাসম্পন্ন ছাত্রদের জন্য বিশেষায়িত এ কক্ষের উদ্বোধন করা হয়। বিশ্ববিদ্যালয় সুত্র জানায়,শাবিপ্রবি'র হল কর্তৃপক্ষ ছাত্র-ছাত্রীদের প্রয়োজনীয় সুযোগ সুবিধা নিশ্চিতে কাজ করে যাচ্ছে। এরই ধারাবাহিকতায় সোমবার হলের ১২৬ নম্বর কক্ষ বিশেষ চাহিদাসম্পন্ন ছাত্রদের থাকার জন্য উদ্বোধন করা হয়েছে। তাদের জন্য একটি আধুনিক ওয়াশরুম ও সহজ যাতায়াতের জন্য হুইল চেয়ার সহ প্রয়োজনীয় সুযোগ সুবিধা এ কক্ষে নিশ্চিত করা হয়েছে। বর্তমানে ওই কক্ষে  বিশেষ চাহিদাসম্পন্ন একজন শিক্ষার্থী ও অবস্থান করছেন।

উদ্বোধনকালে বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য অধ্যাপক মো. কবির হোসেন, ছাত্র উপদেশ ও নির্দেশনা পরিচালক অধ্যাপক রাশেদ তালুকদার, প্রক্টর অধ্যাপক কামরুজ্জামান চৌধুরী, আইআইসিটি পরিচালক অধ্যাপক জহিরুল ইসলাম, শিক্ষক সমিতির ভারপ্রাপ্ত সভাপতি অধ্যাপক চন্দ্রানী নাগ, সাধারণ সম্পাদক সহযোগী অধ্যাপক মাহবুবুল হাকিম, সৈয়দ মুজতবা আলী হলের প্রাধ্যক্ষ অধ্যাপক আবু সাঈদ আরফিন খান প্রমুখ উপস্থিত ছিলেন।
উত্তরণবার্তা/এআর  

 

  মন্তব্য করুন
     FACEBOOK