শুক্রবার, ০৩ মে ২০২৪, ২০ বৈশাখ ১৪৩১
ঢাকা সময়: ১৮:৪৪
ব্রেকিং নিউজ

ঢাকাসহ দেশের ২২ জেলায় বইছে তাপপ্রবাহ

ঢাকাসহ  দেশের ২২ জেলায় বইছে তাপপ্রবাহ

উত্তরণবার্তা ডেস্ক : ঢাকাসহ দেশের ২২ জেলার ওপর দিয়ে বয়ে যাচ্ছে মৃদু তাপপ্রবাহ। তবে আজ সারাদেশে দিন ও রাতের তাপমাত্রা সামান্য কমে যেতে পারে। ৩১ জুলাই সোমবার সকাল ৯টা থেকে পরবর্তী ২৪ ঘণ্টার আবহাওয়ার পূর্বাভাসে এ তথ্য জানানো হয়। বিজ্ঞপ্তিতে আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে, ঢাকা, টাঙ্গাইল, মাদারীপুর, রংপুর, নেত্রকোনা, রাঙ্গামাটি, কুমিল্লা, ফেনী, যশোর ও কুষ্টিয়া জেলাসহ রাজশাহী (৮ জেলা) ও সিলেট (৪ জেলা) বিভাগের ওপর দিয়ে মৃদু তাপপ্রবাহ বয়ে যাচ্ছে। এই তাপপ্রবাহ কিছু কিছু জায়গায় কমে আসতে পারে।

এদিকে খুলনা, বরিশাল ও চট্টগ্রাম বিভাগের অধিগায়; রাজশাহী ও ঢাকা বিভাগের অনেক জায়গায় এবং রংপুর, ময়মনসিংহ ও সিলেট বিভাগের কিছু কিছু জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়াসহ বৃষ্টি হতে পারে। সেইসঙ্গে কোথাও কোথাও মাঝারি ধরনের ভারি থেকে ভারী বর্ষণ হতে পারে। বিজ্ঞপ্তিতে আরও জানানো হয়, মৌসুমী বায়ু বাংলাদেশের ওপর মোটামুটি সক্রিয় এবং উত্তর বঙ্গোপসাগরের অন্য স্থানে অবস্থায় রয়েছে।
উত্তরণবার্তা/এআর

 

 

  মন্তব্য করুন
     FACEBOOK