মঙ্গলবার, ১৪ মে ২০২৪, ৩০ বৈশাখ ১৪৩১
ঢাকা সময়: ০৪:২৯
ব্রেকিং নিউজ

দক্ষিন কোরিয়াকে হারিয়ে নারী বিশ্বকাপে প্রথম জয় মরক্কোর

দক্ষিন কোরিয়াকে হারিয়ে নারী বিশ্বকাপে প্রথম জয় মরক্কোর

উত্তরণবার্তা ডেস্ক : নারী বিশ্বকাপের ইতিহাসে প্রথম ম্যাচ জয়ের স্বাদ পেয়েছে  মরক্কো। আজ অনুষ্ঠিত গ্রুপ পর্বের ম্যাচে ইবতিসাম জরাইদির একমাত্র গোলে দক্ষিন কোরিয়ার বিপক্ষে ১-০ ব্যবধানে জয়লাভ করে মরক্কো।
 
প্রথমবারের মতো বিশ্বকাপে খেলতে আসা আফ্রিকান নারী দলটি তাদের অভিষেক ম্যাচে জার্মানির কাছে  ৬-০ গোলের বিশাল ব্যবধানে পরাজিত হয়েছিল। তবে অস্ট্রেলিয়া ও নিউজিল্যান্ডের যৌথ আয়োজনে এই বিশ্ব আসরে আজকের এই জয়টি শেষ ষোলতে যাবার পথটিও উন্মুক্ত করে দিয়েছে মরক্কান নারীদের। একই সঙ্গে এটি হচ্ছে বিশ্ব মঞ্চে মরক্কো নারী দলের প্রথম জয়। হিজাব পড়ে মাঠে নেমে  বিশ্বকাপে  প্রথম কোন নারী হিসেবে অংশগ্রহনের মাধ্যমে নতুন এক ইতিহাস গড়েছেন ডিফেন্ডার নুহাইল বেনজিনা।
 
এডিলেডে ১৩ হাজার দর্শকের উপস্থিতিতে অনুষ্ঠিত ম্যাচের ষষ্ঠ মিনিটেই লিড নিয়ে ফরাসি কোচ রেনাল্ড পেড্রোসকে আনন্দের জোয়ারে ভাসান তার মরোক্কান শিষ্যরা। হানানে আইত এল হাজের ক্রসের বল এগিয়ে গিয়ে দর্শনীয় হেডে জালে জড়ান মরক্কান ফরোয়ার্ড জরাইদি।
 
টুর্নামেন্টে অংশ নেয়া দলগুলোর মধ্যে র‌্যাংকিংয়ে  নিচের সারিতে  থাকা দলগুলোর একটি  মরক্কো। বিশ্ব র‌্যাংকিংয়ে তাদের অবস্থান ৭২তম। যে দলটি হারিয়ে দিয়েছে ১৭তম র‌্যাংকে থাকা কোরিয়ানদের। যদিও ময়দানি লড়াইয়ে তুলনামুলকভাবে এগিয়ে ছিল মরক্কান নারীরাই। সেই সঙ্গে শুরুতে গোল করেই ম্যাচের লিড নিয়ে নেয় তারা।
 
শেষদিকে অবশ্য কিছুটা ঘুরে দাঁড়িয়েছিল দক্ষিন কোরিয়া। তবে আক্রমনভাগের ব্যর্থতায় সমতায় ফেরা হয়নি। ফলে আরো একবার পরাজয় নিয়ে মাঠ ছাড়তে বাধ্য হয় প্রথম ম্যাচে কলম্বিয়ার কাছে ২-০ গোলে হেরে যাওয়া কোরিয়ানম নারীরা।
উত্তরণবার্তা/এসএ
 
 
 
 
 
 
 
 

  মন্তব্য করুন
     FACEBOOK