মঙ্গলবার, ২১ মে ২০২৪, ৭ জ্যৈষ্ঠ ১৪৩১
ঢাকা সময়: ০৯:৫৬
ব্রেকিং নিউজ

ডু অর ডাই ম্যাচে টসে হেরে ফিল্ডিংয়ে তামিম একাদশ

ডু অর ডাই ম্যাচে টসে হেরে ফিল্ডিংয়ে তামিম একাদশ

উত্তরণ বার্তা  ক্রীড়া ডেস্ক : বিসিবি প্রেসিডেন্টস কাপের গ্রুপ পর্বের শেষ ম্যাচে আজ  বুধবার মুখোমুখি হয়েছে নাজমুল একাদশ ও তামিম একাদশ। দুপুর দেড়টায় শুরু হওয়া ম্যাচটি সরাসরি দেখা যাবে https://www.facebook.com/bcbtigercricket

তামিম একাদশের জন্য ম্যাচটি 'ডু অর ডাই'। এই ম্যাচে জিতলে প্রেসিডেন্টস কাপের ফাইনালে খেলতে পারবে তামিম ইকবালের দল। আর হারলেই বাদ পড়ে যাবে প্রতিযোগিতাটি থেকে। মিরপুরের শের-ই-বাংলা স্টেডিয়ামে নিজেদের বাঁচা-মরার ম্যাচে টস হেরেছে তামিম একাদশ। টসে জিতে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নিয়েছে নাজমুল একাদশের অধিনায়ক নাজমুল হোসেন শান্ত।

তিন দলের টুর্নামেন্টে এখন পর্যন্ত পয়েন্ট তালিকার শীর্ষে আছে নাজমুল একাদশ। তিন ম্যাচে ২ জয়কে সঙ্গী করে ৪ পয়েন্ট নিয়ে শীর্ষে আছে শান্তর দল। সমান ৪ পয়েন্ট আছে মাহমুদউল্লাহ একাদশের নামের পাশেও। তবে চার ম্যাচে সমান দুটি করে জয়-পরাজয় দেখা মাহমুদউল্লাহর দল পিছিয়ে আছে রান রেটে।

জাতীয় দলের টি-টোয়েন্টি অধিনায়ক মাহমুদউল্লাহর দলের নেট রান রেট -.৪৪২, অপরদিকে শান্তর দলের নেট রান রেট .৮৬৭। ফলে এই ম্যাচ হারলেও উপরে থাকার সম্ভাবনাই বেশি নাজমুল একাদশের। ফলে নাজমুল একাদশের বিপক্ষে ফাইনালে ওঠার লড়াইয়ে তামিমের দলের মূল প্রতিদ্বন্দী বলা চলে মাহমুদউল্লাহ একাদশকে। কারণ দুই দলের নেট রান রেটের পার্থক্য কেবল .১৩১ এর। যেখানে তামিমের দল রান রেটে এগিয়ে। যদিও তামিমের দল এখন পর্যন্ত তিন ম্যাচে মাত্র ১ জয় পাওয়ায় পয়েন্ট সংগ্রহ করতে পেরেছে মাত্র ২। তবে নেট রান রেটে মাহমুদউল্লাহ একাদশের চেয়ে এগিয়ে থাকায় জিতলেই হবে দলটির।

তামিম একাদশ: তামিম ইকবাল (অধিনায়ক), এনামুল হক বিজয়, মোহাম্মদ মিঠুন, মোসাদ্দেক হোসেন, সাইফউদ্দিন, মাহাদি হাসান, শরিফুল ইসলাম, আকবর আলি, মোস্তাফিজুর রহমান, মাহিদুল অঙ্কন, ইয়াসির আলী চৌধুরি, সৈয়দ খালেদ আহমেদ (সুপার সাব)।

নাজমুল একাদশ: নাজমুল হাসান শান্ত, সৌম্য সরকার, পারভেজ হোসেন ইমন, আফিফ হোসেন ধ্রুব, মুশফিকুর রহিম, তৌহিদ হৃদয়, ইরফান শুক্কুর, তাসকিন আহমেদ, আল-আমিন হোসেন, আবু জায়েদ চৌধুরি রাহী, নাসুম আহমেদ, রিশাদ আহমেদ (সুপার সাব)।

উত্তরণ বার্তা/এআর

  মন্তব্য করুন
     FACEBOOK