শুক্রবার, ১৭ মে ২০২৪, ৩ জ্যৈষ্ঠ ১৪৩১
ঢাকা সময়: ১৫:২৬
ব্রেকিং নিউজ

ফেনীতে জেলা প্রশাসকের কার্যালয়ে নবরূপে ‘বঙ্গবন্ধু কর্নার’

ফেনীতে জেলা প্রশাসকের কার্যালয়ে নবরূপে ‘বঙ্গবন্ধু কর্নার’

উত্তরণবার্তা প্রতিবেদক : জেলায় আজ ফেণী জেলা প্রশাসকের কার্যালয়ে নবরূপে সজ্জিত ‘বঙ্গবন্ধু কর্নার’ উদ্বোধন করা হয়েছে। জেলা প্রশাসকের কার্যালয়ের মূল সিঁড়ির বামপাশে ঝলমলে আলো আর জাতির পিতার বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের বিভিন্ন বয়সের ছবি দিয়ে সাজানো হয়েছে স্থানটি। 
 
আজ রোববার সকালে ভিডিও কনফারেন্সে সংযুক্ত হয়ে ‘বঙ্গবন্ধু কর্নার’-এর উদ্বোধন করেন জনপ্রশাসন মন্ত্রণালয়ের সিনিয়র সচিব মোহাম্মদ মেজবাহ উদ্দিন চৌধুরী। নবরূপে সজ্জিত কর্নারটির পরিকল্পনা করেছেন বিদায়ী জেলা প্রশাসক আবু সেলিম মাহমুদ-উল হাসান।
 
জেলা প্রশাসকের কার্যালয়ের নিচতলায় ঢুকতে সিঁড়ি থেকে বাঁয়ে ফিরতে চোখে পড়ে তরুণ শেখ মুজিবের ছবি। নান্দিনিক দেয়ালে সাজানো হয়েছে জাতির পিতার পারিবারিক ছবি। বঙ্গবন্ধু কর্নারের মুখোমুখি দাঁড়ালে দৃষ্টিসীমায় আসে শিল্পীর তুলিতে আঁকা বঙ্গবন্ধুর উর্ধ্বমুখী ছবি।
 
‘বঙ্গবন্ধু কর্নার’ প্রসঙ্গে জেলা প্রশাসক বলেন, নতুন প্রজন্ম এখানে এলে একনজরে জাতির পিতা বঙ্গবন্ধুর বিভিন্ন বয়সের ছবি দেখতে পাবেন। তৃতীয়তলায় গ্রন্থাগারে সজ্জিত হয়েছে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ‘অসমাপ্ত আত্মজীবনী’-সহ আন্দোলন সংগ্রামের ইতিহাস সমৃদ্ধ বই।
উত্তরণবার্তা/এসএ
 
 

  মন্তব্য করুন
     FACEBOOK
আরও সংবাদ