মঙ্গলবার, ১৪ মে ২০২৪, ৩১ বৈশাখ ১৪৩১
ঢাকা সময়: ১০:৫৩
ব্রেকিং নিউজ

মেজর লিগের চেয়ে নিজের সৌদি প্রো লিগকে এগিয়ে রাখলেন রোনালদো

মেজর লিগের চেয়ে নিজের সৌদি প্রো লিগকে এগিয়ে রাখলেন রোনালদো

উত্তরণবার্তা ডেস্ক : প্রশ্নটা ঠিক কী করা হয়েছিল তা বোঝার উপায় নেই। তবে ক্রিস্টিয়ানো রোনালদো যে উত্তর দিয়েছেন তার সারাংশ দাঁড়ায় এরকম, ‘এমএলএসের চেয়ে সৌদি প্রো লিগ ভালো। আমি ১০০% নিশ্চিত, ইউরোপীয় ক্লাবে আর ফিরব না।’ 
 
সম্প্রতি ইতালির সাংবাদিক ফাব্রিজিও রোমানো সামাজিক যোগাযোগমাধ্যমে রোনালদোর উদ্বৃতি দিয়ে এই পোস্ট করেছেন। রোনালদোর সাক্ষাৎকারের পুরো অংশ অবশ্য প্রকাশ করেননি রোমানো। রোনালদোর বক্তব্য এমন দিনে প্রকাশ পেয়েছে যেদিন তার চিরপ্রতিদ্বন্দ্বী লিওনেল মেসি যোগ দিয়েছেন যুক্তরাষ্ট্রের মেজর সকার লিগে। গতকাল মেসির নতুন ঠিকানা যুক্তরাষ্ট্রের ক্লাব ইন্টার মায়ামি সাতবারের ব্যালন ডি’অর জয়ী তারকাকে জমকালো আয়োজনে বরণ করে নেয়। পিএসজি ছেড়ে দুই বছরের চুক্তিতে মেসি গিয়েছেন মেজর লিগে। তাকে পেতে আগ্রহ দেখিয়েছিল রোনালদোর আল নাসেরের নগর প্রতিদ্বন্দ্বী ক্লাব আল হিলাল। এজন্য রোনালদোর দ্বিগুন পারিশ্রমিকও অফার করা হয়েছিল। কিন্তু মেসি বেছে নেন মিয়ামিকে।
 
রোনালদোর বিশ্বাস সামনে আরো খেলোয়াড় সৌদিতে যোগ দেবে,‘এক বছরের মধ্যে আরও সেরা খেলোয়াড়রা সৌদিতে আসবে। এক বছরের মধ্যে সৌদি লিগ তুর্কি ও ডাচ্ লিগকে ছাড়িয়ে যাবে।’ এদিকে ইউরোপী ফুটবল নিয়ে রোনালদোর ধারনা খুবই নেতিবাচক। তার মতে, ইউরোপীয়ান লিগগুলোতে খেলার মান কমে গেছে। তার ভাষ্য এরকম, ‘আমার বয়স এখন ৩৮ বছর। আমার বয়স বাড়ার সঙ্গে সঙ্গে ইউরোপীয় ফুটবল মান হারিয়ে ফেলেছে। শুধু একটি প্রতিযোগিতাই তার মান ধরে রেখে নিজেদের সবকিছুর উর্ধ্বে নিয়ে গেছে, সেটা প্রিমিয়ার লিগ। স্প্যানিশ লিগের মান ভালো নয়। পর্তুগিজ লিগ ভালো, কিন্তু শীর্ষ পর্যায়ের নয়। আমার মনে হয় জার্মান লিগও জৌলুস হারিয়েছে। তাই আমি সৌদি আরবেই খেলতে চাই।’ 
উত্তরণবার্তা/এসএ

  মন্তব্য করুন
     FACEBOOK