সোমবার, ১৩ মে ২০২৪, ৩০ বৈশাখ ১৪৩১
ঢাকা সময়: ১০:৩১
ব্রেকিং নিউজ

হোয়াটসঅ্যাপ ওয়েবেও ভিডিও কল

হোয়াটসঅ্যাপ ওয়েবেও ভিডিও কল

উত্তরণ বার্তা তথ্যপ্রযুক্তি ডেস্ক :  সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকের মালিকানাধীন মেসেজিং প্ল্যাটফর্ম হোয়াটসঅ্যাপ ওয়েব অ্যাপে যুক্ত হচ্ছে ভয়েসকল ও ভিডিওকলের ফিচার। পরবর্তী সংস্করণ ২.২০৪৩.৭-এ ফিচার দুটি আনতে কাজ করছে হোয়াটসঅ্যাপ।

শুধু প্রাইভেট চ্যাটে নয়, গ্রুপ চ্যাটেও অডিও-ভিডিওকল দেয়া যাবে। ফিচারটি উন্মুক্ত হলে, সার্চ বাটনের পাশে অডিও-ভিডিওকলের বাটন দেখা যাবে। ওয়েবটা ইনফোতে প্রকাশিত কিছু স্ক্রিনশটে এ তথ্য জানা গেছে।

আরও জানা গেছে, কল এলে পপআপ উইন্ডো দেখা যাবে। এতে কল ধরার বা কেটে দেয়ার অপশন থাকবে। করোনাভাইরাস ছড়ানোর পর ভিডিওকলিং অ্যাপের ব্যবহার বেড়ে যায়। সামাজিক যোগাযোগ রক্ষার্থে মানুষ এখন অডিও-ভিডিওকলের ওপর অন্য যে কোনো সময়ের তুলনায় বেশি নির্ভরশীল। তাই ফোনের মতো হোয়াটসঅ্যাপ ওয়েবেও কল করার সুবিধা আনছে হোয়াটসঅ্যাপ।

উত্তরণ বার্তা/এআর

  মন্তব্য করুন
     FACEBOOK