শুক্রবার, ১৭ মে ২০২৪, ৩ জ্যৈষ্ঠ ১৪৩১
ঢাকা সময়: ১৩:২২

ডিজিটাল সিকিউরিটি আইন সংশোধন হবে সেপ্টেম্বরে : আইনমন্ত্রী

ডিজিটাল সিকিউরিটি আইন সংশোধন হবে সেপ্টেম্বরে  :  আইনমন্ত্রী

উত্তরণবার্তা প্রতিবেদক : ডিজিটাল নিরাপত্তা আইন আগামী সেপ্টেম্বর মাসে সংশোধন করা হবে বলে জানিয়েছেন আইনমন্ত্রী আনিসুল হক। বেসামরিক নিরাপত্তা, গণতন্ত্র ও মানবাধিকার বিষয়ক মার্কিন আন্ডার সেক্রেটারি উজরা জেয়ার সঙ্গে সাক্ষাতের পর আজ বৃহস্পতিবার আইনমন্ত্রী সাংবাদিকদের কাছে এই মন্তব্য করেন। উজরা জেয়ার সঙ্গে সাক্ষাৎ প্রসঙ্গে আইনমন্ত্রী বলেন, ডিজিটাল সিকিউরিটি অ্যাক্ট নিয়ে কথা হয়েছে। আমি তাঁকে জানিয়েছি ডিজিটাল সিকিউরিটি অ্যাক্ট সেপ্টেম্বরে সংশোধন হবে।

বাংলাদেশের নির্বাচন সুষ্ঠু হবে বলে জেয়াকে জানানো হয়েছে উল্লেখ করে আইনমন্ত্রী বলেন, নিরপেক্ষ নির্বাচনের জন্য দেশে আইন রয়েছে। বাংলাদেশে এখন যেকোনো অপরাধ তদন্ত করে সুষ্ঠু বিচার হয়। বাংলাদেশে বিচারহীনতার সংস্কৃতি নেই।গাজীপুরের শ্রমিক নেতা শহীদুল ইসলামের মৃত্যু নিয়ে তাঁদের কনসার্ন রয়েছে বলেও জানান আইনমন্ত্রী। এর আগে, আজ বৃহস্পতিবার সকালে উজরা জেয়া প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন। তবে তাঁদের মধ্যে কী নিয়ে আলোচনা হয়েছে তা জানা যায়নি।
উত্তরণবার্তা/এআর

  মন্তব্য করুন
     FACEBOOK