মঙ্গলবার, ১৪ মে ২০২৪, ৩১ বৈশাখ ১৪৩১
ঢাকা সময়: ২১:৪৩
ব্রেকিং নিউজ

প্রীতি ম্যাচ খেলতে মাঠে নামছেন সাবিনারা, প্রতিপক্ষ নেপাল

প্রীতি ম্যাচ খেলতে মাঠে নামছেন সাবিনারা, প্রতিপক্ষ নেপাল

উত্তরণবার্তা ডেস্ক : দীর্ঘ ১০ মাস পর আন্তর্জাতিক ম্যাচ খেলতে নামছে বাংলাদেশ নারী জাতীয় ফুটবল দল। গত ১৯ সেপ্টেম্বর সাবিনা-সানজিদারা সর্বশেষ ম্যাচ খেলেছিলেন সাফ চ্যাম্পিয়নশিপের ফাইনালে। নেপালের মাটিতে নেপালকে ৩-১ গোলে হারিয়ে প্রথমবারের মতো দক্ষিণ এশিয়ার শিরোপা জিতেছিল বাংলাদেশ।
 
দীর্ঘ সময় পর বাংলাদেশ আন্তর্জাতিক ম্যাচে ফিরছে সেই নেপালের বিপক্ষে ম্যাচ দিয়ে। আগামীকাল (বৃহস্পতিবার) ও রোববার নেপালের বিপক্ষে দুটি ম্যাচ কমলাপুর বীরশ্রেষ্ঠ শহীদ সিপাহী মোহাম্মদ মোস্তফা কামাল স্টেডিয়ামে। খেলা শুরু হবে বিকেল সাড়ে ৫টায়।
 
বাংলাদেশের মেয়েদের মাথায় দক্ষিণ এশিয়ার সেরার মুকুট। ঘরের মাঠে সেই শ্রেষ্ঠত্ব প্রমাণের পালাও সাবিনাদের। নেপালের মেয়েরা চাইবেন ঢাকা থেকে প্রতিশোধ নিয়ে যেতে। সাবিনারা কি পারবেন আরেকবার নিজেদের শ্রেষ্ঠত্ব প্রমাণ করতে?
 
গত সেপ্টেম্বরে যে ২৩ জনের দল নিয়ে সাফে গিয়েছিলেন তৎকালীন প্রধান কোচ গোলাম রব্বানী ছোটন, পূর্ণশক্তির সেই দলটিকে পাচ্ছেন না মাহবুবুর রহমান লিটু। যিনি সাফে ছিলেন ছোটনের সহকারী।
উত্তরণবার্তা/এসএ

  মন্তব্য করুন
     FACEBOOK